Viral Video: ‘অন্ধকারে কি মশাল জ্বালিয়ে বাইক চালাবেন?’ স্প্লেন্ডারের হেডলাইটে টিভির স্ক্রিন দেখে নেটিজ়েনদের প্রশ্ন
Viral Video Today: রাস্তায় এমন এক বাইক (Bike) দেখা গেল, যার হেডলাইটে (Headlight) বসানো হয়েছে একটা ডিসপ্লে (Display)। আর সেই ডিসপ্লেতে আপনার মনপসন্দ গানের ভিডিয়ো যেমন দেখতে পাবেন, আবার চাইলে আপনি ক্রিকেট বা ফুটবল ম্যাচও দেখতে পারবেন।
Latest Viral Video: দু-চাকা হোক বা চারচাকা সৃজনশীলতার অনন্য সব নিদর্শন দেখে অভ্যস্ত আমরা। এমনকি, রিক্সাতেও নানাবিধ নকশাও আমাদের চোখ কপালে তুলেছে। কখনও অটোর মধ্যে ফ্রিজ বা টিভি দেখেছি, কখনও আবার বাইকের পিছনে পোষ্যের জন্য সুন্দর বসার জায়গাও নজরে এসেছে আমাদের। কিন্তু এবার নেটপাড়ায় আমরা যা দেখলাম, তা হয়তো আপনি আগে কখনও দেখেননি। হয়তো কল্পনাতেও ভাবেননি কখনও। রাস্তায় এমন এক বাইক (Bike) দেখা গেল, যার হেডলাইটে (Headlight) বসানো হয়েছে একটা ডিসপ্লে (Display)। আর সেই ডিসপ্লেতে আপনার মনপসন্দ গানের ভিডিয়ো যেমন দেখতে পাবেন, আবার চাইলে আপনি ক্রিকেট বা ফুটবল ম্যাচও দেখতে পারবেন। মোটরসাইকেলটিক চেহারা এমনই বদলে গিয়েছে যে, লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় হাঁ হয়ে তাকিয়ে রয়েছেন তার দিকে। ভাবছেন, এমনও হয়?
ভিডিয়োটি পাঞ্জাবের লুধিয়ানার। এক ব্যক্তি তাঁর সাধের স্প্লেন্ডার বাইকের হেডলাইটটিকে টিভির পর্দায় রূপান্তরিত করেছেন। অন্ধকার দূর করে যে হেডলাইট, সেখানেই ওই ব্যক্তি বসিয়েছেন ‘স্ক্রিন স্টিরিও সিস্টেম’। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা গিয়েছে, বাইকে এক ব্যক্তি বসে রয়েছেন আর তাঁকে ঘিরে রয়েছেন আরও অনেকে। তবে, ভিডিয়োটি দেখার পরে আপনার মাথায় ঘোরাফেরা করতে পারে একটাই প্রশ্ন, আলোর পরিবর্তে ভিডিয়ো স্ক্রিন লাগিয়ে লাভটা কী?
View this post on Instagram
ব্যাপক ভাবে গাড়িটি মডিফাই করা হয়েছে। তাতে এমনই রূপ দেওয়া হয়েছে যে, সাধারণ স্প্লেন্ডারের থেকে তা দেখতে অনেকটাই আলাদা হয়ে গিয়েছে। টিভি স্ক্রিন, বিভিন্ন ধরনের স্টিকারের পাশাপাশি কাস্টমাইজ়ড এই স্প্লেন্ডারে দেওয়া হয়েছে বড় হুটারও। গত 5 জুন ইনস্টাগ্রাম পেজ ‘প্রিন্স আর্টস’ @prince_arts___ থেকে পোস্ট করা হয়েছিল ভিডিয়োটি। এর মধ্যেই ভিডিয়োটি 13,97,000 লাইক এবং 23.5 মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিয়ো দেখার পরে নানাবিধ মন্তব্য করেছেন।
মজা করে একজন বলেছেন, ‘ভাই, বাইকটাতো এত সাজিয়েছেন। কিন্তু রাত্রিবেলা কি মশাল জ্বালিয়ে বাইক চালাবেন?’ আর একজন যোগ করলেন, ‘আপনি রাতে বাইক নিয়ে বেরোন, ট্রাফিক পুলিশ আপনার জন্য অপেক্ষা করছেন।’