Viral Video: সন্তানকে আক্রমণ, মা জিরাফ তেড়ে আসতেই মারছুট দিল ‘ভিতু’ হায়েনা
Viral Video Today: সন্তানকে সামলে রেখেছে এক মা জিরাফ। ঠিক সেই সময়ই ওই হায়েনা আক্রমণ করতে যায় বাচ্চা জিরাফটিকে। আসলে সে ওই বাচ্চাটিকে প্রথমে ভয় দেখাতে চেয়েছিল। ভেবেছিল, তাতে বাচ্চাটি পড়ে যাবে এবং তার আক্রমণ করা আরও সহজ হয়ে যাবে।
Latest Viral Video: বনের শক্তিশালী প্রাণীর নজরে যদি কোনও শিকার আসে, তাহলে তাকে আক্রমণ করতে হয় অত্যন্ত সন্তর্পণে। কারণ, কখন সেই প্রাণীটিকে আবার অন্য আর এক কোন শক্তিশালী আক্রমণ করে বসবে, তা বোঝা সত্যিই দুষ্কর। বনের খেলাটা ঠিক এইরকম। তবে কিছু এমন প্রাণীও আছে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত তা সে যত শক্তিশালীই হোক না কেন, প্রতিপক্ষের সঙ্গে লড়াইটাকে জারি রাখে। সহজে হার মানার বান্দা নয় তারা। তেমনই এক জিরাফের (Giraffe) সন্ধান দিল এই সোশ্যাল মিডিয়া, যে তার সন্তানকে রক্ষা করার জন্য হায়েনাকে (Hyena) তাড়া পর্যন্ত করল।
হায়েনা হল জঙ্গলের সেই ভয়ঙ্কর প্রাণী, যারা পালের মধ্যে থাকলে সিংহকেও আক্রমণ করতে পারে। সে আকারে তারা সিংহের থেকে যত ছোট হোকই না কেন! ভয়ঙ্কর এই প্রাণীর জন্য শিকার কোনও বড় কথা নয়। এমনকি, যাকে সে শিকার করছে সে-ও বড় কথা নয়। তাই, জিরাফের মতো একটা বড় প্রাণীকেও আক্রমণ করা যেন তার কাছে বড়ই মামুলি ব্যাপার।
Mother giraffe protects her baby from a hyena ? wild.animalpower pic.twitter.com/wvSeY49iSf
— Gabriele Corno (@Gabriele_Corno) June 21, 2023
সম্প্রতি যে ভিডিয়োটা ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে সন্তানকে সামলে রেখেছে এক মা জিরাফ। ঠিক সেই সময়ই ওই হায়েনা আক্রমণ করতে যায় বাচ্চা জিরাফটিকে। আসলে সে ওই বাচ্চাটিকে প্রথমে ভয় দেখাতে চেয়েছিল। ভেবেছিল, তাতে বাচ্চাটি পড়ে যাবে এবং তার আক্রমণ করা আরও সহজ হয়ে যাবে। এতে মা জিরাফ খুব রেগে যায়, পাল্টা আক্রমণ করতে যায় হায়েনাটিকে। আর সে সময় মা জিরাফ এমনই তীব্র ভাবে হায়েনাকে আক্রমণ করতে যায় যে, ভয় পেয়ে পালিয়ে যায় হায়েনাটি।
টুইটারে @Gabriele_Corno নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। গত 21 জুন শেয়ার করা হয়েছিল, এর মধ্যেই প্রায় 4 লাখ মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে বলছেন, ‘মায়ের শক্তি ঠিক এমনই হয়।’