Viral Video: ওড়িশার সিমলিপালে দেখা মিলল কালো রঙের মেলানিস্টিক বাঘের, ভাইরাল হল ভিডিয়ো
Viral Video Today: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পাণ্ডে তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এই বাঘের ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, কালো রঙের এই বাঘের দেখা মিলেছে ওড়িশার সিমলিপাল টাইগার রিজ়ার্ভে।
Latest Viral Video: বাঘের কথা মাথায় এলে প্রথমে কোন-কোন বিষয়গুলি আপনার চোখের সামনে ঘোরাফেরা করে? নিশ্চয়ই তার হলদেটে ডোরাকাটা দাগ। তাই তো নাকি? তবে সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে অদ্ভুত রঙা এক বাঘের দেখা মিলল। সম্ভবত, এমনতর বাঘ আপনি আগে দেখেননি। ওড়িশায় দেখা গিয়েছে বিরল প্রজাতির এই মেলানিস্টিক বাঘটি। আর সেই বাঘ দেখার পরে নেটিজ়েনরা বলেছেন, এ আবার কেমনতর বাঘ?
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পাণ্ডে তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এই বাঘের ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, কালো রঙের এই বাঘের দেখা মিলেছে ওড়িশার সিমলিপাল টাইগার রিজ়ার্ভে। টুইটারে শেয়ার করা ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওড়িশার সিমলিপাল টাইগার রিজ়ার্ভে সুন্দর এই মেলানিস্টিক বাঘটি দেখা গিয়েছে। এটিই দেশের একমাত্র জায়গা, যেখানে আমরা কালো রঙের বাঘ দেখতে পাই।’
Beautiful camera trap video of a melanistic tiger in Similipal Tiger Reserve, Odisha, the only place where we see blackish tigers because of genetic mutations in the population. pic.twitter.com/KXqvjX8tvs
— Ramesh Pandey (@rameshpandeyifs) August 1, 2023
গত 1 অগস্ট ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় 70 হাজার ছুঁতে চলেছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো লাইক করেছেন। নেটিজ়েনদের একাংশ টুইটারে লিখেছেন, প্রথমবার এই ধরনের বাঘ তাঁরা ইন্টারনেটের দৌলত চাক্ষুষ করলেন। একজন বললেন, ‘মেলানিস্টিক বাঘ? আমি তো প্রথমবার এই ধরনের বাঘের প্রজাতির কথা শুনলাম। এরকম বাঘ কখনও দেখিনি, যার রং এরকম কালো তায় আবার ডোরাকাটা দাগও রয়েছে।’
ওই টুইটেই আর একজন ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে রমেশ পাণ্ডে লিখছেন, সিমলিপালে একটা বা দুটো এইরকম বাঘ নেই। সেখানে যত বাঘ রয়েছে, সেগুলির সবই এই মেলানিস্টিক প্রজাতির। কয়েক দিন আগে আর এক আইএফএস অফিসার পারভিন কাসওয়ানও একটি ভিডিয়ো প্রকাশ করে মেলানিস্টিক বাঘ সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বাঘের রং কালো হওয়ার পিছনের মূল কারণ হল এদের জেনেটিক মিউটেশন। তবে কালো রংটা সত্যিই বিরল। 2007 সালে প্রথম সিমলিপাল টাইগার রিজার্ভে এই মেলানিস্টিক বাঘ দেখা গিয়েছিল।