Viral Video: জলের মতো স্বচ্ছ মাছ, দেখা যাচ্ছে শুধু ছোট্ট দু’টি চোখ; বিরল প্রাণীকে দেখলে মুগ্ধ হবেন আপনিও
Latest Viral Video: এই ভিডিয়োটি 1 আগস্ট টুইটার হ্যান্ডেল @ThebestFigen থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন- "স্বচ্ছ মাছ, চোখ ছাড়া আর কোনও অংশ দেখা যায় না।" এই ক্লিপটি এখনও পর্যন্ত 17 লাখের বেশি ভিউ এবং 40 হাজারের বেশি লাইক পেয়েছে।
Viral Video Today: প্রকৃতিতে এমন অনেক প্রাণী আছে, যাদের দেখলে নিজের চোখকে বিশ্বাস করা যায় না। আপনি নিশ্চয়ই অনেক ধরনের মাছ দেখেছেন। সে বাজার করতে গিয়েই হোক বা অ্যাকুয়ারিয়াম হোক। কিন্তু কখনও কি এমন মাছ দেখেছেন, যা একেবারে স্বচ্ছ। চোখ ছাড়া আর কিছুই তার দেহে দেখা যায় না। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন এমন মাছও হয়? এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট মাছকে দেখা যাচ্ছে। মাছটির দেহ একেবারে কাচের মতো স্বচ্ছ। চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ভিডিয়োটি দেখুন একবার, আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি ছোট, সরু মাছ হাতে ধরে আছেন। মাছটিকে সদ্য জল থেকে তোলা হয়েছে, ফলে সে হাতের মধ্যেই ছটপট করছে। অবাক করা ব্যপার হল, মাছের শরীরে চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এমনকী তার মরুদন্ডটিও বাইরে থেকে দেখা যাচ্ছে না। অর্থাৎ তার চোখ ছাড়া শরীরের কোনও অংশই দেখা যাচ্ছে না। এটা দেখে অনেকেই অবাক। আর এমন মাছ দেখে নেটিজেনরাও হতবাক হয়েছেন। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
Transperant fish, cannot see any organs, except the eyes.pic.twitter.com/wFCEzOA1yk
— The Best (@ThebestFigen) August 1, 2023
এই ভিডিয়োটি 1 আগস্ট টুইটার হ্যান্ডেল @ThebestFigen থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন- “স্বচ্ছ মাছ, চোখ ছাড়া আর কোনও অংশ দেখা যায় না।” এই ক্লিপটি এখনও পর্যন্ত 17 লাখের বেশি ভিউ এবং 40 হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকে কমেন্টও করেছেন। কেউ কেউ বলেছেন, “মাছটির সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গও স্বচ্ছ। তাই হয়তো দেখা যাচ্ছে না।” আরেকজন লিখেছেন- “এটা বেশ অবাক করা ব্যাপার। আমি আগে কখনও এমন ধরনের মাছ দেখিনি। তবে বেশিক্ষণ ঘরে না থেকে জলে ছেড়ে দেওয়া উচিত ছিল।”