Viral Video: পাহাড়ে বেপরোয়া গতি, রেলিংয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি, ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দিতে পারে

Thrilling Accident Viral Video: পাহাড়ের বেপরোয়া গতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার টের পেলেন এক ব্যক্তি। কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও তিনি অক্ষত রইলেন। ভিডিয়োটা একবার দেখুন, গায়ে কাঁটা দিতে পারে।

Viral Video: পাহাড়ে বেপরোয়া গতি, রেলিংয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি, ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দিতে পারে
গায়ে কাঁটা দেওয়ার মতোই ঘটনা। ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 1:12 AM

রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। আর পাহাড়ে তো গাড়ির গতি এক্কেবারেই বেশি হওয়া উচিৎ নয়। বেপরোয়া গতি সমতলের তুলনায় পাহাড়ে দ্রুত বিপদ ডেকে আনতে পারে। আর তার কারণটা হল পাহাড়ের সব রাস্তাই গোল, চক্কর কাটার মতোই। স্বাভাবিক ভাবেই এমন রাস্তায় দ্রুত গেলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। পাহাড়ে গাড়ির বেপরোয়া গতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তার টের পেলেন এক চালক। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেন। ঝড়ের গতিতে পাহাড়ে গাড়ি চালাচ্ছিলেন। ধাক্কাও খেলেন। কিন্তু তারপরেও বড়সড় দুর্ঘটনার (Accident) হাত থেকে বেঁচে ফিরলেন। ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিয়ো।

ইউটিউবে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। শর্ট ভিডিয়ো হিসেবেই ভিডিয়োটি সেখানে আপলোড করা হয়েছে। ভিডিয়োর ডিউরেশন মাত্র ৫ সেকেন্ড। কিন্তু তার প্রভাব বিরাট। এই ভিডিয়ো যদি আপনি একবার দেখেন তাহলে গায়ে কাঁটা দিতে পারে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, পাহাড়ের বাঁকা রাস্তায় একটি গাড়ি খুব দ্রুত ছুটছে। হঠাৎই গাড়িটি রাস্তার রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। আর তা দেখে মনে হয় যেন, গাড়িটা নিচে পড়ে যাবে। সংঘর্ষের কারণে সর্বত্র ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিন্তু পরে দেখা যায়, গাড়িটি খাদে পড়েনি। রেলিংয়ে ধাক্কা লেগে রাস্তাতেই তা থেমে গিয়েছে।

মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়োটি দেখে যেন সবার হৃদয় থমকে যাচ্ছে। এখনও পর্যন্ত অনেকেই এই ভিডিয়োটি দেখেছেন। শুধু তাই নয়। এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ এই রিলটি পছন্দ করেছেন।

ভিডিয়োটি দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এটা মনে হচ্ছে রেসিংয়ের ভিডিয়ো। কেউ আবার যোগ করলেন, ওই চালক এমন ঝুঁকি নিয়ে যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে যে যাই বলুক না কেন, সব মিলিয়ে এই ভিডিয়ো নিয়ে নেটপাড়ায় এখন জোর চর্চা।