Viral Video: মাঝপথে আটকে জয়রাইড, শূন্যে ঝুলছেন রাইডাররা! ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন

Viral Video: সোশ্যাল মিডিয়ায় এই কাণ্ডের ভাইরাল ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। সকলেই বলছেন, সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে পারত। একটুর জন্য রক্ষা পেয়েছেন ওই জয় রাইডে ওঠা লোকজন।

Viral Video: মাঝপথে আটকে জয়রাইড, শূন্যে ঝুলছেন রাইডাররা! ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 9:15 PM

বিভিন্ন পার্কে নানা ধরনের জয় রাইড থাকে। শুধুমাত্র বাচ্চাদের নয়, বড়দের কাছেও এইসব জয় রাইড যথেষ্ট আকর্ষণীয়। তবে পশ্চিম পেনসিলভ্যানিয়ার একটি অ্যামিউজমেন্ট পার্কের জয় রাইডে (Viral Video) চড়ে কার্যত দুঃস্বপ্ন দেখেছেন অনেকেই। ওই জয় রাইড ছিল ৩৬০ রাইড। অর্থাৎ ৩৬০ ডিগ্রি ঘুরবে গোল করে। বারবার জয় রাইড উপর নীচে হওয়ার সময় এক এক সময় একদম উল্টে যাবেন ওই রাইডে বসে থাকা লোকজন। মানে তাঁদের মাথা থাকবে নীচে আর পা থাকবে উপরে। এমনিতে শুনলে বিষয়টা বেশ রোমাঞ্চকর লাগলেও পেনসিলভ্যানিয়ার ওই পার্কে এই বিশেষ জয় রাইডের ক্ষেত্রে যা ঘটেছে তা সত্যিই কোনও অংশে দুঃস্বপ্নের থেকে কম নয়। কারণ মাঝপথে ওই জয় রাইড এমন অবস্থায় আটকে গিয়েছিল যখন রাইডে বসে থাকা একটা অংশের লোকজনের মাথা নীচে আর পা উপরে থাকার মতো করুণ দশা ঘটেছিল। শুনেই আঁতকে উঠছেন তো? তাহলে ভাবুন যাঁদের সঙ্গে এমনটা ঘটেছে তাঁদের ঠিক কী অবস্থা হয়েছিল।

দেখে নিন শিউরে ওঠার মতো সেই ভাইরাল ভিডিয়ো

ওই পার্কে থাকা এক ব্যক্তি এই গোটা কাণ্ডের ভিডিয়ো করেছিলেন। সেটাই এখনও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। পশ্চিম পেনসিলভ্যানিয়াল কেনিউড অ্যামিউজমেন্ট পার্কে এই ঘটনা ঘটেছে। প্রায় ৫ মিনিট ওভাবেই আটকে ছিল জয় রাইডটি। ভাগ্য সহায় থাকায় এ যাত্রায় বড়সড় কোনও বিপদ ঘটেনি। কারণ জয় রাইড ওই রকম অদ্ভুত ভাবে মাঝপথে আটকে গেলেও সিটে বসা যাত্রীরা বেল্ট বাঁধা অবস্থায় ছিলেন। তাই মাথা নীচে পা উপরে, এমন অবস্থায় ৫ মিনিট কার্যত ঝুলন্ত অবস্থায় থাকলেও কেউ পড়ে যাননি বা অন্য কোনও অঘটন ঘটেনি। সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই কাণ্ডের ভাইরাল ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। সকলেই বলছেন, সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে পারত। একটুর জন্য রক্ষা পেয়েছেন ওই জয় রাইডে ওঠা লোকজন। সত্যিই এই ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন আপনিও। ভয় পাওয়ার যথেষ্টই কারণ রয়েছে। কেনিউড অ্যামিউজমেন্ট পার্কের জেনারেশ ম্যানেজার মার্ক পলস জানিয়েছেন, এই অঘটন ঘটার পরেই সকলেই চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন ওই পার্কের দেখভাল করা কর্মীরা। তাঁদের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির সাহায্যেই দ্রুত ওই জয় রাইডে থাকা রাইডারদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আপাতত এই জয় রাইড বন্ধ রাখা হয়েছে। চলছে তদন্ত, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট পেশ না হওয়া পর্যন্ত পশ্চিম পেনসিলভ্যানিয়ার কেনিউড অ্যামিউজমেন্ট পার্কের এই জয় রাইড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।