Viral Video: ফুল দিয়ে প্রেম নিবেদন সিল মাছের, খুশিতে আত্মহারা গার্লফ্রেন্ড জলেই চক্কর কাটতে লাগল
Seal Gives Flower To Girlfriend: ফুল দিয়ে এক সিল মাছ তার গার্লফ্রেন্ডকে প্রপোজ় করছে। তাতে সেই গার্লফ্রেন্ডের যা প্রতিক্রিয়া, নজর কাড়বে যে কারও। দেখন ভিডিয়োটা একবার।
দুই সিল (Seal) মাছের রোম্যান্টিক একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ‘ক্রিচার নেচার’ নামক একটি পেজ থেকে শেয়ার করা সেই ভিডিয়ো 4,700-রও বেশি ভিউ এবং প্রচুর লাইক পেয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “তিনি ফুল দিলেন, তাতে ইনি খুশিতে আত্মহারা।” আর সেই ভিডিয়ো (Viral Video) দেখে নেটিজ়েনরাও একপ্রকার খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন। হওয়ারই তো কথা। ফুল (Flower) দিয়ে এক সিল মাছ তার গার্লফ্রেন্ডকে প্রপোজ় করছে, এ আবার দেখা যায় নাকি।
He gave her flowers…and she couldn’t be any happier. ??? pic.twitter.com/u9Gfbz8iDO
— Creature Nature (@CreatureNature_) June 20, 2022
ভিডিয়োটিতে একটি পুলে দুটি সিল মাছকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে পুরুষ সিলটিকে দেখা যায়, পুলে ভাসমান কমলা রঙের টিউলিপ ফুলগুলি নিয়ে এসে তার মহিলা সঙ্গীর কাছে নিবেদন করতে। আর তাতেই আনন্দে মত্ত হয়ে মহিলা সিলটি জলের মধ্যেই ঘুরপাক খেতে থাকে। তার অভিব্যক্তি দেখে মনে হয় যেন, ভালবাসায় সে একপ্রকার অভিভূত। তবে এই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
ইন্টারনেট ব্যবহারকারীরা এই ভিডিয়োটিকে খুব পছন্দ করেছেন। একজন বলছেন, “পুরুষ সিলের তার বান্ধবীকে ফুল উপহার দেওয়ার মুহূর্তটা সত্যিই মিষ্টি ছিল।” অন্য একজন যোগ করলেন, “পশুরাও বোঝে, প্রেম কী!” অন্যজন যোগ করলেন, “ঈশ্বর জানেন, তাদের মাথায় কী চলছে। কিন্তু আমরা আমাদের নিজস্ব কল্পনা বুনতে থাকি এবং বিশ্বাস করি যে, তারাও আমাদের মতো একই আবেগ অনুভব করছে। তাদের আচরণ অবশ্যই মজার এবং চতুর। আমার তো খুব পছন্দ হয়েছে ভিডিয়োটা।”
অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারীরা হার্ট ইমোজি দিয়েছেন কমেন্ট বক্সে এবং ভিডিওটিকে “মিষ্টি” বলে অভিহিত করেছে।