Viral Video: ‘তোমার আর আমার ভালবাসার মানুষ এক’, মায়ের বিয়েতে সৎ বাবাকে ছেলে

Viral Video Today: বাচ্চাটি লম্বা বক্তব্য রাখে। ছোট্ট ছেলের কথা শুনে কেউ যেমন আবেগতাড়িত হয়ে পড়েন, কেউ আবার হাসিতেও ফেটে পড়েন। মা ছেলের কথায় তো খুবই আনন্দিত হয়েছিলেন, সেই সঙ্গে ছেলেটির মৃদুস্বরে আবেগ আর আনন্দ মিশ্রিত বক্তব্য তার সৎবাবার মুখেও হাসি ফুটিয়ে ছিল।

Viral Video: 'তোমার আর আমার ভালবাসার মানুষ এক', মায়ের বিয়েতে সৎ বাবাকে ছেলে
সন্তানের বক্তব্যে বেজায় খুশি সদ্য বিবাহিত মা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 6:37 PM

Latest Viral Video: মা-বাবার বিয়ের অ্যালবাম দেখতে বসে বাচ্চাদের থেকে খুশি আর কেউ হয় না। খুশির মাত্রা কখনও এতটাই ছাড়িয়ে যায় যে, ‘যদি মা-বাবার বিয়েতে থাকতে পারতাম’ এমন কথাও বেরিয়ে যায় তাদের মুখ থেকে। সেই বাচ্চারাই যখন আবার বড় হয়, তখনও সেই বয়সটার মতো করে মা-বাবার বিয়ের অ্যালবামটায় চোখ বোলায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, সেই বাচ্চারাই যদি তাদের মা-বাবার বিয়েতে যোগ দেওয়ার সুযোগ পায়? সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গিয়েছে, মা-বাবার বিয়েতে এসে কিছু কথা বলছে একটি ছেলে। নতুন বাবার জন্য ছোট্ট ছেলেটা যে সব কথা বলছে, তা শুনে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত মানুষজন হাততালি দিতে থাকেন।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @goodnews_movement নামক হ্যান্ডেল থেকে। সেখানেই দেখা গিয়েছে, একটি শিশু তার মায়ের বিয়েতে কিছু কথা বলার জন্য মঞ্চে উঠেছে। বাচ্চাটি লম্বা বক্তব্য রাখে। ছোট্ট ছেলের কথা শুনে কেউ যেমন আবেগতাড়িত হয়ে পড়েন, কেউ আবার হাসিতেও ফেটে পড়েন। মা ছেলের কথায় তো খুবই আনন্দিত হয়েছিলেন, সেই সঙ্গে ছেলেটির মৃদুস্বরে আবেগ আর আনন্দ মিশ্রিত বক্তব্য তার সৎবাবার মুখেও হাসি ফুটিয়ে ছিল।

ভাইরাল ভিডিয়োতে বাচ্চাটিকে বলতে শোনা গিয়েছে, তার সৎ বাবা সেই মহিলাকেই বিয়ে করছেন, যে তার জীবনের প্রথম ভালবাসা। সে তার সৎ বাবাকে আরও জানায় যে, তাদের দুজনের ভালবাসার মানুষটা এক। আর সেই কথা শুনেই মঞ্চে উপস্থিত মানুষজন হাততালিতে ফেটে পড়েন। ছেলেটার মায়ের মুখে হাসি দেখা যায়, হাসতে থাকেন তার সৎ বাবাও। লম্বা বক্তব্যের শেষে শিশুটিকে তার মাকে অনেক কিছুর জন্যই ধন্যবাদ জানাতে শোনা যায়।

মাত্র একদিন আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই তার ভিউ প্রায় 90 হাজার হতে চলেছে। প্রচুর মানুষ ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন, ‘মা তার সন্তানকে খুব ভাল প্রশিক্ষণ দিয়েছেন।’ কেউ আবার যোগ করে বলেছেন, ‘ছোট্ট ছেলেটার এই বক্তব্য হৃদয় ছুঁয়ে গিয়েছে।’ অনেকে আবার জানিয়েছেন, এই ভিডিয়ো দেখার পর তাঁদের চোখে জল এসে গিয়েছিল।