Viral Video: ‘তরকারি কে বানায়?’ ভ্লগারের প্রশ্নে রেগে অগ্নিশর্মা বড়বাজারের ক্লাব কচুরি বিক্রেতা

Viral Video Today: প্রশ্নটা শোনার পর কিছুক্ষণের জন্য যেন থমকে যান ওই ব্যক্তি। রেগে গিয়ে বলেন, "কোথা থেকে আসে এরা? এরা কি কম্পিউটার দিয়ে তৈরি হয়? আমাদের দোকানের খাবার আমরা না বানালে, আর কারা তা বানাবে?" উত্তরে ভ্লগার জানান, মানে আপনিই বানান নাকি দোকানের কর্মচারীরা তা তৈরি করেন?

Viral Video: 'তরকারি কে বানায়?' ভ্লগারের প্রশ্নে রেগে অগ্নিশর্মা বড়বাজারের ক্লাব কচুরি বিক্রেতা
বড্ড রেগে গেলেন ক্লাব কচুরি বিক্রেতা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 5:35 PM

Latest Viral Video: আচ্ছা, কচুরি যদি দোকানদার তৈরি করেন, তাহলে সেই কচুরির তরকারি কে বানাবেন? দোকানদার বা সেই দোকানের কর্মচারীরাই তৈরি করবেন। বাইরের লোক বা অন্য দোকানের কর্মী এসে তো আর সেই তরকারি তৈরি করে দেবেন না। আসলে বোকা-বোকা প্রশ্নের যে কী উত্তর দেওয়া যায়, তা ভাবতে গিয়ে বিরক্তিপ্রকাশ ছাড়া আর কিসসু করার থাকে না। আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই বোকা-বোকা প্রশ্নগুলোই বারবার ঘোরাফেরা করে ভ্লগারদের মুখে। সেই প্রশ্ন শুনে সম্প্রতি এক কচুরি দোকানদারকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।

কলকাতার বড়বাজার এলাকার ক্লাব কচুরি খুব বিখ্যাত। সেই ক্লাব কচুরি বিক্রেতার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতদিন তাঁকে দেখা গিয়েছে, খোশমেজাজে কচুরি বিক্রয় করতে, ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। তবে সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে ক্ষোভ প্রকাশ করতে। এক ভ্লগারের প্রশ্ন শোনার পরেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই কচুরি বিক্রেতা। ওই ভ্লগার প্রশ্ন করেছিলেন, ‘আপনার দোকানে কচুরির তরকারি কে তৈরি করেন?’

প্রশ্নটা শোনার পর কিছুক্ষণের জন্য যেন থমকে যান ওই ব্যক্তি। রেগে গিয়ে বলেন, “কোথা থেকে আসে এরা? এরা কি কম্পিউটার দিয়ে তৈরি হয়? আমাদের দোকানের খাবার আমরা না বানালে, আর কারা তা বানাবে?” উত্তরে ভ্লগার জানান, মানে আপনিই বানান নাকি দোকানের কর্মচারীরা তা তৈরি করেন? কিছুটা ক্ষোভ থেকেই দোকানদার তখন বলে ওঠেন, “সব কাজ যদি দোকানের মালিকই করবেন, তাহলে কর্মচারীরা কী করতে আছেন?”

X মাধ্যমে এই ভিডিয়োটি গত 10 সেপ্টেম্বর শেয়ার করা হয়েছে। @kaajukatla নামক হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফুড ভ্লগারদের হ্যান্ডেল করার এর থেকে ভাল উপায় হতে পারে না।’ ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এর মধ্যেই ভিউ 55 হাজার ছাপিয়ে গিয়েছে।

মজাদার সব মন্তব্য করেছেন নেটিজ়েনরা। একজন লিখছেন, “দেশের অর্ধেক ফুড ভ্লগার খাবারের প্রতি যত্নশীল নয়।” আর একজন ব্যবহারকারী বিদ্রুপাত্মকভাবে যোগ করে বললেন, “কম্পিউটার দিয়ে সবজি তৈরি হয়।” তৃতীয় একজনের বক্তব্য, “অত্যধিক অহংকার ব্যবসার জন্য ভাল নয়। উনি যদি উত্তর না-ই দিতে চাইতেন, তাহলে আগেই জানাতে পারতেন। যদিও এই ভ্লগারটাও অদ্ভুত সব প্রশ্ন করছিল। এরা উভয়েই আসলে সমন দোষে দোষী।”

চতুর্থ ব্যক্তির বক্তব্য, “ফুড ভ্লগার ভিডিয়ো তৈরি করলে আপনার দোকানেরই বিক্রিবাট্টা বেড়ে যাবে। তাই, তাঁদের একটু হলেও সম্মান করুন।”