Viral Video: নদীর বুকে ধাওয়া করেছে ক্ষুধার্ত কুমির, প্রাণ বাঁচাতে সর্বশক্তি দিয়ে যা করল হরিণ..

Latest Viral Video: পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 1 মিনিটের এই ভিডিয়োটি 3 লাখ 19 হাজার ভিউ, সাড়ে সাত হাজার লাইক এবং 1200 টির বেশি রিটুইট পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।

Viral Video: নদীর বুকে ধাওয়া করেছে ক্ষুধার্ত কুমির, প্রাণ বাঁচাতে সর্বশক্তি দিয়ে যা করল হরিণ..
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 4:16 PM

Viral Video Today: ইন্টারনেটের যুগে প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তাকমধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার এমনও কিছু ভিডিয়ো সামনে আসে, যা অধিকাংশ নেটিজেনের নজর কাড়ে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি হরিণ যে কতটা জোরে দৌড়াতে পারে, তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকে না। তবে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি হরিণ কুমিরের হাত থাকে নিজেকে কীভাবে বাঁচালো, তা স্পষ্ট দেখতে পাবেন। ভিডিয়োটি দেখে আপনি চমকে উঠতে বাধ্য।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হরিণ নিজের আনন্দে নদী পার হচ্ছে। কিন্তু তার সঙ্গে কী হতে চলেছে, সেই ধারণাও তার নেই। সে নিজের মনে এগিয়ে যাচ্ছে। আর হঠাৎই একটি কুমিরকে জল থেকে বেরিয়ে আসতে দেখা গেল। কুমিরটি জল থেকে মাথা তুলে তার দিকে এগতে থাকল। একটা সময় এমন এল যখন কুমিরটি হরিণটির অনেক কাছে এসে গিয়েছে। তাকে ধরেও ফেলবে। কিন্তু হরিণটি তাকে দেখে আরও জোরে দৌড়তে থাকল। হরিণটি তীর দেখা মাত্রই এমন জোরে লাফ দেয় যে, কুমিরটিকে অনেক পেছনে ফেলে দেয়।

এই অবাক করা মুহূর্তটি ‘ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস’ (IFS) অফিসার ক্লেমেন্ট বেন (@ben_ifs) 7 ফেব্রুয়ারি টুইটারে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 1 মিনিটের এই ভিডিয়োটি 3 লাখ 19 হাজার ভিউ, সাড়ে সাত হাজার লাইক এবং 1200 টির বেশি রিটুইট পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।