Viral Video: বরফের লেকে ডুব দিয়ে পথ হারালেন এই ব্যক্তি, কাছ থেকে দেখলেন সাক্ষাৎ মৃত্যুকে!

Latest Viral Video: ভিডিয়োটি 20 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং অনেকে অনেক কমেন্টও করেছেন। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। এক ব্যক্তি কমেন্টে বলেছেন, "দেখে মনে হচ্ছে তিনি আগেও এমন কিছু করেছেন। নাহলে এত বড় ঝুঁকি নিতেন না।"

Viral Video: বরফের লেকে ডুব দিয়ে পথ হারালেন এই ব্যক্তি, কাছ থেকে দেখলেন সাক্ষাৎ মৃত্যুকে!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 5:42 PM

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন অনেক কিছুই করে। কিছু মানুষ নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত। সামান্য কিছু লাইক আর শেয়ারের জন্য বিরাট বিপদের মুখোমুখি হতেও পিছপা হয় না অনেকে। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় এক ব্যক্তিকে তুষারাবৃত হ্রদের মধ্যে ঢুকে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য নয়। 50 সেকেন্ড তিনি সেই তুষারাবৃত হ্রদে সাঁতার কাটতে থাকেন। উপরে বরফে ঢাকা। আর নীচে তিনি সাঁতার কাটছেন। চাইলেই উছে আসতে পারবেন না জেনেও জীবনের ঝুঁকি নিতে রাজি হয়েছেন এই ব্যক্তি। ভিডিয়োটি ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের।

ভিডিয়োটি X প্রোফাইল @crazyclipsonly-এ পোস্ট করা হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তুষারাবৃত হ্রদের উপর দাঁডিয়ে আছেন। তারপরে একটি ফাঁকা জায়গা দেখে জলে ঝাঁপ দিলেন। গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সাঁতার কাটতে শুরু করেন। কিন্তু কয়েক সেকেন্ড পরে দেখা যায়, তিনি বুঝতে পারছেন না, কোথা থেকে বেরতে হবে। আর ধীরে ধীরে তাঁর শরীর অসাড় হয়ে আসছে। উপর থেকে কিছু লোক তাকে বের করে আনার চেষ্টা করছেন। সমানে বরফ ভাঙার চেষ্টা করছেন। কিন্তু তারপরে সব চেষ্টাই ব্যর্থ হয়। সাঁতার কাটতে থাকা ব্যক্তি একটি দড়ির সাহায্যে ধরে ধরে বেরিয়ে আসেন। তার এই অবস্থা দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।

ভিডিয়োটি 20 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং অনেকে অনেক কমেন্টও করেছেন। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। এক ব্যক্তি কমেন্টে বলেছেন, “দেখে মনে হচ্ছে তিনি আগেও এমন কিছু করেছেন। নাহলে এত বড় ঝুঁকি নিতেন না।”