Viral Video: জল দেখতে পেয়েই আনন্দ নাচ উটের, ঠিক যেন সেলিব্রেশনের মুহূর্ত, মজাদার ভিডিয়ো ভাইরাল
Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, দুটি উটের সামনে জলের একটা ট্যাঙ্কার নামিয়ে দেওয়া হয়েছে। সেই জলের ট্যাঙ্কার দেখা মাত্রই আনন্দে নাচতে লাগে ওই দুই উটের একজন। উত্তেজনার সঙ্গে প্রথমে তারা মাটিতে গড়াগড়ি খেতে থাকে। তারপর যখনই ওই ট্যাঙ্কার থেকে জল বেরোতে থাকে, তারা আনন্দে লাফ দিতে শুরু করে দেয়।
Latest Viral Video: বেঁচে থাকতে জলের প্রয়োজন। এই বিশ্বের প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকতে জলের দরকার। এখন ভাবুন একবার, মরুভূমিতে যে প্রাণীগুলো থাকে কী অবস্থা হয় তাদের। জলের অভাবে সেখানে মানুষের থাকা তো খুবই কষ্টকর হয়ে ওঠে, সেই সঙ্গে উট সহ অন্যান্য পশু-পাখিদের জন্যও তা অত্যন্ত কষ্টদায়ক। যদিও মানুষ বা অন্যান্য প্রাণীরা মরুভূমিতে থাকতে-থাকতে পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়। কিন্তু যতই তারা মানিয়ে নিক না কেন, বেঁচে থাকতে সামান্যতম জলটুকুও দরকার।
উটকে বলা হয় মরুভূমির জাহাজ। পর্যটকরা তো বটেই, স্থানীয়দের পরিবহনের জন্য মরুভূমিতে উটকে ব্যবহার করা হয়। মরুভূমিতে পরিবহনের কাজে উটে ব্যবহারের অন্যতম কারণ হল তারা জল ছাড়াই দীর্ঘ সময় ভ্রমণ করতে পারে। তবে উট একবার যখন জল খেতে শুরু করে, এক নাগাড়ে প্রায় 20 গ্যালন জল পান করে নিতে পারে তারা। তাদের রক্তপ্রবাহেই জল সঞ্চিত থাকে এবং তার ফলেই তারা জল ছাড়া দীর্ঘ দিন বেঁচে থাকতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানেই ফুটে উঠেছে, জল দেখত পেলে উটেরা কত খুশি হয়!
Bu tanker şoförü mütemadiyen çölde susuz kalan develer için su taşıyormuş. Develerin yüzündeki gülümsemeye bakın. Şükran dolular. Su hayattır.? pic.twitter.com/nwCgyaeebD
— rikitambu je (@rikitambuje) June 29, 2023
ওই ভিডিয়োতে দেখা গেল, দুটি উটের সামনে জলের একটা ট্যাঙ্কার নামিয়ে দেওয়া হয়েছে। সেই জলের ট্যাঙ্কার দেখা মাত্রই আনন্দে নাচতে লাগে ওই দুই উটের একজন। উত্তেজনার সঙ্গে প্রথমে তারা মাটিতে গড়াগড়ি খেতে থাকে। তারপর যখনই ওই ট্যাঙ্কার থেকে জল বেরোতে থাকে, তারা আনন্দে লাফ দিতে শুরু করে দেয়। তাদের শরীরে জলের যে ছিটেফোটা আসছিল, তাতেই তারা চরম আনন্দিত হয়। মুখ দেখে মনে হয় যেন উট দুটি যেন হাসছে।
টুইটারে @rikitambuje নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই ট্যাঙ্কার-চালক মরুভূমিতে জল নিয়ে যাচ্ছিলেন তৃষ্ণার্ত উটের জন্য। উটের মুখে হাসি দেখুন। তারা যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। জলই জীবন।’ ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। উটের খুশির অভিব্যক্তি অনেকের মন জিতে নিয়েছে। ভিডিয়ো কমেন্ট সেকশনে মানুষজন নিজেদের মজাদার সব মন্তব্য ব্যক্ত করেছেন।