Viral Video: খুদে শিশুর হাতে গুলিভর্তি পিস্তল তুলে দিলেন এই ব্যক্তি, তারপর… সব শেষ!
Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 1.9 মিলিয়ন মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অনেকে শেয়ারও করেছেন।
Viral Video Today: বিয়ে হোক বা অন্য কোনও অনুষ্ঠান, তাতে গুলি চালানো এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটার পরেও মানুষ থামছে না। বিয়েতে নাচের সময় বন্দুক দেখানো বা গুলি চালানোর অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ছোটরা আসল, নকলের পার্থক্য বোঝে না। তাই তাদের হাতে কখনই আসল বন্দুক দেওয়া উচিত না। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে এক ব্যক্তি গুলি ভর্তি বন্দুক ছোট বাচ্চার হাতে দেন। তারপরে সেই খুদে বন্দুকটি হাতে পেয়ে এমন কিছু করে, যা দেখে আপনি শিউরে উঠবেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিয়ের অনুষ্ঠান চলছে। তাতে অনেক লোক রয়েছে। সেখানে একটি ছোটর হাতে এক ব্যক্তি গুলি ভর্তি বন্দুক ধরিয়ে দেয়। যদিও শিশুটির বোঝার ক্ষমতা নেই, যে বন্দুকটি আসল নাকি নকল। কিছুক্ষণ হাতে রাখার পরেই সে গুলি ভর্তি বন্দুকের ট্রিগারটি চেপে দেয়, সেই ব্যক্তির পেটের সামনে গিয়ে। আর তারপরেই ঘটে যায় বিরাট বড় বিপদ। ব্যক্তিটির পেট থেকে রক্ত বেরতে থাকে। ভিডিয়োটি দেখে চমকে উঠেছেন বহু নেটিজেন।
Never hands a loaded pistol to a kid . pic.twitter.com/PlUBEroN18
— 1000 WAYS TO DIE (@1000waystod1e) July 4, 2023
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 1.9 মিলিয়ন মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অনেকে শেয়ারও করেছেন। প্রচুর মানুষ কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ওই ব্যক্তির কোনওভাবেই উচিত হয়নি ছোট বাচ্চাটির হাতে গুলি ভর্তি বন্দুকটি দেওয়া।”