Viral Video: কাঁধে সংসার, পিঠে ভাই, ছোট্ট ছেলের ‘জীবনের গাড়ি’ চালানোর ভিডিয়ো ভাইরাল
Viral Video Today: সদ্য ভাইরাল ভিডিয়োতে দেখা গেল ছোট্ট একটি ছেলেকে, যার কাঁধে সংসারের বোঝা এর মধ্যেই চেপে গিয়েছে। ব্যস্ত রাস্তায় তাকে দেখা গিয়েছে সাইকেল ট্রলি চালাতে। জিনিসপত্রে ঠাসা সেই ট্রলির ভার কম নয়। তার পরে আবার ছোট্ট ছেলেটার কাঁধে রয়েছে ছোট্ট ভাই। প্রতিদিন এই ভাবেই ভাইকে কাঁধে চাপিয়ে তাকে কাজে বেরোতে হয়।
Latest Viral Video: ভাইবোনের মধ্যে ভালবাসা আর স্নেহের সম্পর্ক এই পৃথিবীতে অতুলনীয়। এর মতো আর কোনও সম্পর্ক না আছে, না কোনও দিন তৈরি হবে। ভাই-বোনের জায়গা অন্য আর কেউই নিতে পারেন না। ভাইবোনের মধ্যেই সবথেকে বেশি লড়ালড়ি হয়ে থাকে। ছোটবেলা থেকেই যার সূত্রপাত হয়। আর সেই ছোটবেলা থেকেই ভাইবোনের মধ্যে যে কানেকশন তৈরি হয়, বয়স বাড়তে-বাড়তে তা আরও দৃঢ় হতে থাকে। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, ভাইবোনের মধ্যে বয়সের পার্থক্য বেশি থাকলে বড়রা সবসময়ই ছোটদের দায়িত্ব নেয়, পরিস্থিতি বিশেষে গুরুদায়িত্বটা চলে আসে কিছুটা নিয়ম করেই। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখে জল চলে আসতে পারে।
ভাইবোনের স্নেহ এবং বন্ধনের অনেক নিদর্শন আমাদের নজরে এসেছে বিভিন্ন সময়ে। সদ্য ভাইরাল ভিডিয়োতে দেখা গেল ছোট্ট একটি ছেলেকে, যার কাঁধে সংসারের বোঝা এর মধ্যেই চেপে গিয়েছে। ব্যস্ত রাস্তায় তাকে দেখা গিয়েছে সাইকেল ট্রলি চালাতে। জিনিসপত্রে ঠাসা সেই ট্রলির ভার কম নয়। তার পরে আবার ছোট্ট ছেলেটার কাঁধে রয়েছে ছোট্ট ভাই। প্রতিদিন এই ভাবেই ভাইকে কাঁধে চাপিয়ে তাকে কাজে বেরোতে হয়।
View this post on Instagram
এই জগতের যাবতীয় সুযোগ-সুবিধা থেকে অনেক দূরে রাস্তায় জীবনযাপন করে যে সব শিশুরা, তাদের মা-বাবারা কাজে গেলে ভাইবোনের খেয়াল রাখতে হয় তাদেরই। সেই বাচ্চাদের অনেককেই আবার পেটের দায়ে কাজও করতে হয়। এখানে সেই ছেলেটিকে দেখলে সেই সব বিষয়গুলিই আপনার মাথায় বেশি করে ঘোরাফেরা করবে।
একে তো তার নিজের বয়সই কম। সেই বয়সে মালবোঝাই ট্রলি চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। তার উপরে আবার কাঁধে করে ছোট্ট ভাইটাকেও নিয়ে যেতে হচ্ছে। অর্থ উপার্জনের জন্য কত বড়ই দায়িত্ব তার কাঁধে চলে এসেছে এই ছোট্ট বয়সে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে thefeel_2 নামক একটি হ্যান্ডেল থেকে। এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনদের কারও চোখে জল এসে গিয়েছে। কেউ ছোট্ট ছেলেটার প্রশংসা করেছেন এবং আবার বলেছে তার ভাইয়ের কথাও, যাকেও হয়তো কয়েক দিন পর রোজগারের কথা চিন্তা করতে হতে পারে।