Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: খালি হাতে বিরাট কোবরাকে ধরে ফেললেন সাহসী এই ব্যক্তি, নেটপাড়ায় প্রশংসার বন্যা

Man Grabs Massive Snake Bare Hands: আমরা অনেকেই সাপ থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করি। তারপরেও কিছু এমন সাহসী মানুষ থাকেন, যাঁদের সাপ ধরার কায়দা সত্যিই যেন এক চিত্তাকর্ষক বিষয়। ভিডিয়োতে দেখা গেল, ওই উদ্ধারকারী যখনই তাঁর খালি হাত দিয়ে সাপটিকে ধরতে গেলেন, সঙ্গে সঙ্গে সাপটি ভয়ঙ্কর এক ভঙ্গিমায় তার মাথা উঁচু করে। তিনি অবিশ্বাস্য দক্ষতা এবং নির্ভীকতা প্রদর্শন করে শুধুমাত্র তার হাত ব্যবহার করেই সাপটিকে লেজ দিয়ে ধরে ফেলেন।

Viral Video: খালি হাতে বিরাট কোবরাকে ধরে ফেললেন সাহসী এই ব্যক্তি, নেটপাড়ায় প্রশংসার বন্যা
ভয়ঙ্কর ঘটনা!!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 11:05 PM

সাপ দেখলেই আমরা আঁতকে উঠি। কিন্তু কিছু মানুষ যে ভাবে সাপ উদ্ধার করেন, তা দেখে আমরা অবাক হয়ে যাই। সেরকমই এক ঘটনা নেটদুনিয়ার লোকজনকে হতবাক করেছে। যে কায়দায় ওই ব্যক্তি একটি বিশালাকার কোবরাকে খালি হাতে ধরেছেন, তাতে চমকে উঠেছেন অনেকেই।

একথা অস্বীকার করার উপায় নেই যে, সাপ ভয়ঙ্কর সরীসৃপদের মধ্যে বিবেচিত হয়। এক দেখায় অনেকের মনেই ভয় ধরিয়ে দেয় ছোট থেকে বড়, বিষাক্ত থেকে এক্কেবারে নির্বিষ যে কোনও সাপ। শুধু তাই নয়। সাপেদের ছবি বা ভিডিয়োও অনেক সময় আমাদের মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেয়। আমরা অনেকেই সাপ থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করি। তারপরেও কিছু এমন সাহসী মানুষ থাকেন, যাঁদের সাপ ধরার কায়দা সত্যিই যেন এক চিত্তাকর্ষক বিষয়।

ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। @_yashhh._illy নামক ইনস্টা হ্যান্ডেল থেকে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, ওই উদ্ধারকারী যখনই তাঁর খালি হাত দিয়ে সাপটিকে ধরতে গেলেন, সঙ্গে সঙ্গে সাপটি ভয়ঙ্কর এক ভঙ্গিমায় তার মাথা উঁচু করে। তিনি অবিশ্বাস্য দক্ষতা এবং নির্ভীকতা প্রদর্শন করে শুধুমাত্র তার হাত ব্যবহার করেই সাপটিকে লেজ দিয়ে ধরে ফেলেন।

View this post on Instagram

A post shared by Yash Gupta (@_yashhh._illy)

কমেন্ট সেকশন উপচে পড়ছে নেটিজ়েনদের নানাবিধ মন্তব্যে। কেউ বললেন, “ভিডিয়োটা ফোনের স্ক্রিনে দেখছিলাম ঠিকই, তবে খুবই ভয় পেয়েছিলাম।” আর একজন সামান্য বিস্মিত হয়েই যোগ করলেন, “সত্যিই লোকটার সাহসিকতার জবাব নেই। অবিশ্বাস্য কাজ করেছেন উনি।”

তবে একজন প্রশংসার পরিবর্তে ওই লোকটিকে পরামর্শই দিয়ে বলেছেন, “আপনি যদি প্রাণীকে সাহায্য করেন, তাহলে সে আপনার ক্ষতি করবে না। তবে একজন মানুষকে সাহায্য করলে তিনি আপনাকে অবধারিত কামড়াবেন।” চতুর্থ একজন ওই ব্যক্তিকে সতর্ক করে বলছেন, “এক্কেবারে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা। এই ধরনের ভিডিয়ো করবেনও না, শেয়ারও করতে যাবেন না। অন্যদের উপরে প্রভাব ফেলতে পারে আপনার এই সাহসিকতা।”