Viral Video: জানলা দিয়ে শুঁড় বের করে মহিলার ঘুম ভাঙাচ্ছে হাতি, দেখুন আদুরে ভিডিয়ো
Woman Woken Up By Elephant: এমন ভিডিয়ো হয়তো আগে কখনও দেখেননি। থাইল্যান্ডে বেড়াতে গিয়ে হোটেলে ঘুমাচ্ছিলেন মহিলা। সকালে তাঁর ঘুম ভাঙাল একটি হাতি। দেখুন একবার।
সুন্দর একটি মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা গিয়েছে থাইল্যান্ডের হোটেল রুমে থাকাকালীন সকালে মহিলার ঘুম ভাঙাচ্ছে একটি হাতি। ভাবুন একবার কী কাণ্ড! আপনি যেখানে বেড়াতে যান, সেখানে হয়তো হোটেলের কোনও স্টাফ আপনার ঘুম ভাঙায় অথবা সাত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, তাই আগেভাগে অ্যালার্ম দিয়ে নিজের ঘুম ভাঙান। আর এখানে একটা একটা হাতি তার শুঁড় দিয়ে জানলায় ঠোকা মেরে মহিলা পর্যটকের ঘুম ভাঙাচ্ছে। সুন্দর মুহূর্ত, তাই না? এই প্রথম হয়তো এমন ঘটনা কাণ্ড আপনি শুনলেন।
View this post on Instagram
জনপ্রিয় লাইফস্টাইল ও ট্রাভেল ব্লগার সাক্ষী জৈন এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তার ক্যাপশনে তিনি লিখছেন, “এই কিউটি আমার ঘুম ভাঙাল। ওর শুঁড় থেকে আগত বাতাস আমাকে জাগিয়ে তুলল।”
ভিডিয়োতে দেখা গিয়েছে, থাইল্যান্ডের একটি রিসর্টে ছুটি কাটাতে গিয়েছেন সাক্ষী। হোটেলের বিছানায় ঘুমাচ্ছিলেন। সকাল হতেই একটি হাতি এসে তাঁর রুমের জানলায় শুঁড়ে করে ঠোকা মারতে থাকে। আর তাতেই ঘুম ভেঙে যায় ট্রাভেল ব্লগারের। ঘুম ভাঙতেই তিনি দেখেন, জানলার ওপারে দাঁড়িয়ে একটা হাতি।
ভিডিয়োটিতে সাক্ষী আরও লিখছেন, “থাইল্যান্ডের চিয়াং মাইয়ের এই রিসর্টে রিসেপশন কল বা অ্যলার্মের পরিবর্তে আপনার ঘুম ভাঙায় হাতিরা। আপনি ওদের সঙ্গে খুব কাছ থেকেই হাঁটতে পারেন, ওদের খাওয়াতে পারেন, এমনকি স্নানও করতে পারেন। এই অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল। তাই, এরপরে আপনি থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করলে আপনার ট্রিপে অতি অবশ্যই চিয়াংমাই শহরটি রাখুন। পাহাড়, নদী এবং হাতিদের সান্নিধ্যে একটা ভাল সময় কাটাতে পারবেন।”
খুব সম্প্রতি শেয়ার করা এই ভিডিয়োতে এর মধ্যেই প্রায় 25 লাখের কাছাকাছি লাইক পড়েছে এবং ৭০ মিলিয়ন ভিউ হয়েছে। ৩,০০০ কমেন্টও পড়েছে ভিডিয়োটিতে। নেটিজ়েন ও সাক্ষীর ফলোয়াররা এই ভিডিয়োটি খুব পছন্দ করেছেন।