Viral Video: আকণ্ঠ মদ্যপান করে সাপের উপর চরম অত্যাচার, খেলেন কামড়, মুহূর্তেই মৃত্যু
Man Plays With Snake Gets Bitten: মদ্যপ অবস্থায় সে সাপের সঙ্গে হাবিজাবি অনেক কথাই বলতে থাকে। সমগ্র ঘটনাটা আর একজন তাঁর মোবাইলের ক্যামেরায় ফ্রেমবন্দি করছিলেন। কখনও সাপটাকে নিয়ে সে ঘাড়ে রাখে, কখনও তাকে চুমু খেতে যায়, কখনও আবার হাতের চারপাশে জড়িয়ে রাখে। এমনকি, সাপটা যাতে তার জিহ্বায় কামড়ায়, সেই রাস্তাও পাকা করে দেয় ওই মদ্যপ।
তিনি শিব। নিজেকে মহাদেব বলেই ভাবেন। আর সেই ভাবনা থেকেই একটি সাপের সঙ্গে ছেলেখেলা করছিলেন। উত্তর প্রদেশের দেওরিয়া জেলার ওই যুবকের বয়স মাত্র 22 বছর। আকণ্ঠ মদ্যপান করে সাপকে চুমু খেতে গিয়েছিলেন। শেষমেশ সেই সাপের কামড়েই মৃত্য হয় তাঁর। জানা গিয়েছে, অহিরাউলি গ্রামের ওই যুবকের নাম রোহিত জয়সওয়াল।
দেখে বোঝাই যায় যে, ওই যুবক সজ্ঞানে নেই। মদ্যপ অবস্থায় সে সাপের সঙ্গে হাবিজাবি অনেক কথাই বলতে থাকে। সমগ্র ঘটনাটা আর একজন তাঁর মোবাইলের ক্যামেরায় ফ্রেমবন্দি করছিলেন। কখনও সাপটাকে নিয়ে সে ঘাড়ে রাখে, কখনও তাকে চুমু খেতে যায়, কখনও আবার হাতের চারপাশে জড়িয়ে রাখে। এমনকি, সাপটা যাতে তার জিহ্বায় কামড়ায়, সেই রাস্তাও পাকা করে দেয় ওই মদ্যপ।
শুধু তাই নয়। সিগারেট খেতে-খেতে কখনও সে আবার সাপটাকে ধরে মারতেও থাকে। ভিডিয়োটি যিনি রেকর্ড করছিলেন, তাঁর কাছে রোহিত বলতে থাকে এই সাপ তাকে কোনও ভাবেই কামড়াবে না। কারণ, সে মহাদেবের অবতার। অবশেষে এত উত্যক্ত করার পর সেই সাপের কামড়েই মৃত্যু হয় রোহিত জয়সওয়ালের।
देवरिया–शराब के नशे में जहरीले सांप के साथ स्टंट करते साप को गाली देते और अपने जीभ पर डंक मरवाते युवक का वीडियो वायरल जहरीले सांप ने युवक को डसा युवक की मौत पुलिस ने शव को पोस्टमार्टम के लिए भेजा खुखुंदू थाना क्षेत्र अहिरौली गांव का मामला#deoriya pic.twitter.com/oIG905HOsO
— ANB NEWS (@AnbNewstv) November 6, 2023
4 মিনিট 38 সেকেন্ডের লম্বা একটা ভিডিয়ো। ভগবান শিবের ভান করা যে এবং নিজেকে দেবতা মনে করা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা দেখিয়েছে এই ভিডিয়ো। আর এখন তা ব্যাপক ভাইরালও হয়েছে। গত রবিবার পুলিশ তার ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় খুখুন্দু থানার ইনচার্জ সন্তোষ কুমার সিং বলেন, “সাপের কামড়ে মৃত্যু হয়েছে জানার পরে ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
এদিকে জানা গিয়েছে, এই রোহিত জয়সওয়ালের আসল বাড়ি শিলিগুড়িতে, যেখানে তাঁর মা-বাবা থাকেন। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট তিনি। কাজের জন্য রোহিত এবং তাঁর অন্যান্য ভাইয়েরা বাইরে থাকেন।