Viral Video: এক ব্যক্তির জামায় ঢুকে গেল বিষধর কোবরা, তারপরের দৃশ্য দুর্বল হৃদয়ের মানুষ দেখবেন না!
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ কমেন্টও করেছেন।
Viral Video Today: বহু মানুষই সাপ দেখে ভয় পায়। দূরে কোথাও সাপ দেখলেই সেই জায়গা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এমন কখনও হয়েছে কি, আপনি জামা পড়তে গিয়েছেন, তখনই দেখছেন তাতে একটি সাপ ঢুকে বসে আছে? ভেবেই শিউরে উঠলেন তো? তাহলে ভাবুন তো, যার সঙ্গে এমন হয়েছে, তার অবস্থা কী হবে? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তির জামায় প্রকাণ্ড একটি কোবরা সাপ ঢুকে গিয়েছে। তারপরে অবশেষে সেই ব্যক্তির যা হাল হয়েছে, তা দেখলে আপনার চোখ কপালে উঠবে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি মাঠে বসে আছেন। আর তার শার্টে একটি কোবরা সাপ ঢুকে গিয়েছে। তা দেখে লোকটি সেই জায়গায় বসে পড়েছে, একটুও নড়ছে না। সঙ্গে আরও কয়েকটি লোক রয়েছে। তার সাপটিকে জামা থেকে বের করার চেষ্টা করছে। একটি লোক প্রথমে জামার উপরের দু’টি বোতাম খোলার চেষ্টা করতে থাকে। তারপরেই সাপটি জামা থেকে মুখ বের করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তাতেও কোনও লাভ হয় না। আবার জামার ভিতরে ঢুকে পড়ে। অবশেষে বাকি লোকগুলি জামাটির বোতাম খুলে দিতেই সাপটি জামার নীচ থেকে বেরিয়ে পালায়। আর সঙ্গে সঙ্গে লোকটি দাঁড়িয়ে পড়ে।
??
???? pic.twitter.com/XgJx0FjM4G
— Rupin Sharma IPS (@rupin1992) July 26, 2023
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ভয়ানক ঘটনা। সাপটি যে কামড়ায়নি সেটাই ভাল। নাহলে অনেক বড় বিপদ হয়ে যেত।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এটাই বুঝতে পারলাম না যে, সাপটি জামার ভিতরে কীভাবে ঢুকল? তাও আবার এত বড় সাপ?”