Viral Video: নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত দুই হরিণ, সুযোগ বুঝে ‘শিকার’ তুলে নিল চিতা!
Latest Viral Video: দুটি হরিণকে বাজেভাবে নিজেদের মধ্যে লড়াই করছে। আর লড়াই করতে এতটাই ব্যস্ত যে কোনওভাবেই চের পায়নি যে, তাদের কাছে একটি বিপদ ঘনিয়ে আসছে। তারপরে তাদের সঙ্গে এমন কিছু হয়, যা দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য।
Viral Video Today: জঙ্গলের প্রাণীদের সব সময়ই ভয়ে ভয়ে দিন কাটাতে হয়। তাদের কাছে একটা দিন বেঁচে থাকাটাও বিরাট বড় ব্যাপার। সব সময় যেন শিকারের জাল পেতে থাকে অন্য শিকারী প্রানীরা। তাছাড়াও কথায় আছে, দুই ব্যক্তির মধ্যে ঝামেলা-মারামারির সুযোগ তৃতীয় ব্যক্তি নিয়ে চলে যায়। তেমনই একটি কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অর্থাৎ এই কথাটিকে প্রমান করে দিচ্ছে ভাইরাল হওয়া ভিডিয়োটি। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুটি হরিণকে বাজেভাবে নিজেদের মধ্যে লড়াই করছে। আর লড়াই করতে এতটাই ব্যস্ত যে কোনওভাবেই চের পায়নি যে, তাদের কাছে একটি বিপদ ঘনিয়ে আসছে। তারপরে তাদের সঙ্গে এমন কিছু হয়, যা দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি হরিণ নিজেদের মধ্যে লড়াই করছে। আর তা দেখে সেখানে একটি চিতাবাঘ চলে আসে। সেটা হরিণ দুটি টেরও পায় না। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের গায়ে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। একটি হরিণ সেখান থেকে পালিয়ে যেতে পারলেও, রয়ে গেল অন্য হরিণটি। পালানোর চেষ্টা করেও ব্যর্থ হল। হরিনটি ঠিক কোন দিকে পালাবে, তা বুঝে ওঠার আগেই চিতাবাঘটি তার গায়ে ঝাঁপিয়ে পড়ে, ধরে ফেলে। আর শত চেষ্টা করেও প্রাণে বাঁচতে পারল না সে। ঘাড়ে এক কামড় বসিয়ে দিল চিতাবাঘটি। তারপরেই টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। ততক্ষণে প্রাণ হারিয়েছে হরিণটি। এই ভিডিয়োটি এখানেই শেষ।
Leopard surprises fighting bucks! pic.twitter.com/dZZhbn5BRC
— Kruger Sightings (@LatestKruger) September 15, 2023
ক্লিপটি X (আগের টুইটার) 15 সেপ্টেম্বর @LatestKruger নামে একটি পেজ থেকে পোস্ট করা হয়েছিল। এই পোস্টটি এখনও পর্যন্ত শত শত ভিউ পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “চিতাবাঘটি বুঝতে পেরেই সেখানে এসেছিল।”