Viral Video: ট্রাকের নিচে পিষে গেল গাড়ি, তবু ট্রাক থামালেন না চালক; ভিডিয়ো দেখলে বুক কাঁপতে বাধ্য

Latest Viral Video: এই ক্লিপটি ইনস্টাগ্রামে (@pondlehocky) নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। গত 5 সেপ্টেম্বর শেয়ার করা ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লাইক পড়েছে 5 হাজারেরও বেশি। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: ট্রাকের নিচে পিষে গেল গাড়ি, তবু ট্রাক থামালেন না চালক; ভিডিয়ো দেখলে বুক কাঁপতে বাধ্য
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 7:26 AM

ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ায় এমন অবাক করা কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। তবে এবার ভয়াবহ সড়ক দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি আপনাকে ভাবতে বাধ্য করবে। আপনি ভিডিয়োটি দেখার পর বুঝেই উঠতে পারবেন না যে, কী করে এমনটা সম্ভব? একটি ট্রাক রাস্তা দিয়ে ঝড়ের গতিতে এগচ্ছে। কিন্তু অবাক করা ব্যাপার হল তার নিচে একটি চার চাকার ছোট গাড়ি আটকা পড়ে গিয়েছে, সে বিষয়ে কোনও ভ্রুক্ষেপই নেই ট্রাক চালকের। এমনটা কীভাবে সম্ভব? বুঝতে পারলেন না তো? ভিডিয়োটি দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভিডিয়োতে সাদা ট্রাকের নিচে একটি কালো গাড়িকে আটকে থাকতে দেখা যায়। তারপর একজন গাড়ির চালক তাকে লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে এই মুহূর্তটি ক্যামেরায় বন্দী করে। অর্থাৎ একটি ট্রাক দ্রুত গতিতে চলছে। আর তারই নিচে ছিন্নভিন্ন অবস্থায় অন্য একটি গাড়ি আটকে আছে। তা সত্ত্বেও, তাকে প্রায় 2 কিমি টেনে নিয়ে যায় ট্রাকটি। আশ্চর্যের বিষয় হল, গাড়ির ভিতরে একজন রয়েছে। যিনি ভিডিয়ো করছিলেন, সেই গাড়ির চালককে আটকে থাকা ব্যক্তিটি হাত নেড়ে সাহায্যের জন্য ডাকতে থাকে। আপনাকে সব থেকে বেশি অবাক করবে এই ব্যাপারটা যে, এত ভয়ানক দুর্ঘটনার পর কেউ কীভাবে নিরাপদে গাড়িতে বসে থাকতে পারে।

এই ক্লিপটি ইনস্টাগ্রামে (@pondlehocky) নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। গত 5 সেপ্টেম্বর শেয়ার করা ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লাইক পড়েছে 5 হাজারেরও বেশি। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখা গিয়েছে।”