Viral Video: সিংহের ডেরায় নিশ্চিন্তে ঘুম দিচ্ছিল চিতা, পশুরাজ আসতেই সে এক কাণ্ড! কে জিতল দেখবেন?
Latest Viral Video: সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @discoverywildanimalnature98-এ পোস্ট করা হয়েছে যা ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 12 লাখেরও বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ ইতিমধ্য়েই শেয়ার করেছে।
Viral Video Today: জঙ্গলের প্রাণীরা কে কখন শিকারে পরিণত হয়, তা বলা যায় না। প্রতি মুহূর্তেই তাদের প্রাণের ভয় নিয়ে কাটাতে হয়। আর শিকারের বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি চিতা বাঘ নিশ্চিন্তে ঘুমচ্ছিল। আর সেই সময় তার কাছে একটি সিংহ চলে আসে। ঘুমতে দেখে হঠাৎই চিতা বাঘটির উপর ঝাঁপিয়ে পড়ল সিংহটি। তখনই এমন কিছু হল, যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ মাটির ঢিবির উপর শুয়ে ঘুমোচ্ছে। হঠাৎ সেখানে একটি সিংহ এসে চিতাবাঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সম্ভবত বোঝার চেষ্টা করে, চিতাবাঘটি সত্যিই ঘুমাচ্ছে কি না। তারপর সে চিতাবাঘটিকে আক্রমণ করে। চিতাবাঘটি জেগে ওঠার সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করে। কিন্তু যতই হোক, সিংহের কাছে কী অত সহজে হার মেনে যেতে পারে চিতা বাঘ। সে মাটির ঢিপি থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায়। সিংহ তাকে কিছু দূর তাড়া করে। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।
View this post on Instagram
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @discoverywildanimalnature98-এ পোস্ট করা হয়েছে যা ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 12 লাখেরও বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ ইতিমধ্য়েই শেয়ার করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “সিংহের আক্রমণের আগেই চিতাবাঘ চোখ খুলেছিল।” আর একজন কমেন্টে লিখেছে, “একই জায়গায় চিতাবাঘ এবং একটি সিংহকে দেখে দুর্দান্ত অভিজ্ঞতা হল।”