Viral Video: ভরা বন্যাতেও ‘নো টেনশন’, থার্মোকলের টুকরোয় গা ভাসিয়ে বর্ষার মজা নিলেন এই ব্যক্তি!
Latest Viral Video: ভিডিয়োটি শেয়ার করার পরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত প্রচুর মানুষ ভিডিয়োটি লাইক ও শেয়ার করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, "মানুষ সব কিছুতেই আনন্দ খুঁজে নিতে পারে।"
Viral Video Today: উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে গরমে মানুষ যখন ওষ্ঠাগত, তখন অন্যদিকে দেশের কিছু অংশে ভারী বৃষ্টির কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার কারণে মানুষকে যে কী চরম দুর্ভোগে পড়তে হয়, তা যারা বন্যার কবলে পড়েছে তারাই জানে। এখানেও ঠিক তেমনই পরিস্থিতি। নষ্ট হচ্ছে কৃষকের ফসল। নিচু এলাকার মানুষের সমস্যা বাড়ছে। কিন্তু এই সব কিছুর মধ্যেই একটি লোককে জলে ভেসে যেতে দেখা গেল। তিনি একটি থার্মোকলের উপর শুয়ে জলে ভাসছেন। তাকে দেখে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি গুজরাটের। যেখানে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এই বন্যায় একদিকে যেখানে মানুষ বিপাকে, অন্যদিকে এই বন্যার জলে শুয়ে মজা করতে দেখা যাচ্ছে একজনকে। ভিডিয়োতে এক ব্যক্তিকে একটি বড় থার্মোকলের উপর শুয়ে জলের দিকে যেতে দেখা যাচ্ছে। আর সেই ব্যক্তির ভিডিয়ো করেছেন সেখানে থাকা কিছু লোক। ভিডিয়োতে সেই ব্যক্তিকে এতটাই খুশি দেখাচ্ছে যে, আপনিও হাসি থামাতে পারবেন না।
A viral video from Gujrat. #Rain #Flashflood #Gujrat #India #Viralvideo pic.twitter.com/jSX592ade0
— Zaitra (@Zaitra6) July 1, 2023
ভিডিয়োটি শেয়ার করার পরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত প্রচুর মানুষ ভিডিয়োটি লাইক ও শেয়ার করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “মানুষ সব কিছুতেই আনন্দ খুঁজে নিতে পারে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “গুজরাটের অবস্থা সত্যিই খুব খাপার। অনেক দিন ধরেই মানুষ এভাবে ভুগছে। কিন্তু তার মাঝেও এই ভিডিয়োটি দেখে ভাল লাগল।”