Viral Video: এই তরুণীকে কিডন্যাপ করতে এসেছিল দুষ্কৃতীরা, তারপর রাস্তার এক কুকুর যা খেল দেখাল…
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।
Viral Video Today: সোশ্য়াল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কত না ভিডিয়ো ভাইরাল হচ্ছে। তার মধ্যে কিছু ভিডিয়ো এমন থাকে, যা দেখলে চোখ ফেরানো দায় হয়ে যায়। তেমনই একটি কুকুরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখলে আপনি অবাক হবেন। কুকুরকে সবসময়ই অনুগত প্রাণী বলা হয়। তারা তার মালিকের জন্য প্রাণও দিয়ে দিতে পারে। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে তেমনই কিছু দেখা যাচ্ছে। রাস্তায় এক তরুণীকে কিডন্যাপ করতে এসেছিল দুষ্কৃতীর দল। তখনই সেখানে কয়েকটি কুকুর যা করল, তা দেখলে আপনি অবাক হবেন। ভিডিয়োটি দেখে নেওয়া যাক।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন একটি গাড়ি তাকে লক্ষ্য করে মেয়েটির সামনে এসে থামে। তারপরেই একজন ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে আসে। মেয়েটি গাড়িটিকে দেখে ভয় পেয়ে যায়। রাস্তায় দু’টো কুকুর তা দেখতে পায়। আর তারপরেই গাড়িটিকে তাড়া করতে থাকে। কুকুর দু’টিকে দেখে তাড়াও নামল না গাড়ি থেকে। মেয়েটি প্রাণে বাঁচল। একটি কুকুর পিছনে দাড়িয়ে থাকলেও, অন্য কুকুরটি তাদের পাড়া ছাড়া করেই ছাড়ল। আপনি আগে কখনও কোনও কুকুরের এমন ভিডিয়ো দেখেছেন?
Dog saves a woman from being Kidnapped… pic.twitter.com/pcIqwh0QM7
— Human Nature (@Human101Nature) June 29, 2023
ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ কমেন্ট করেছেন, “কুকুররা অনেক কিছু বোঝে। শুধু মানুষই বুঝতে পারে না।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “মেয়েটির জীবন বাঁচানোর জন্য কুকুরটির প্রশংসা করতেই হয়।”