Viral Video: হুইলচেয়ারে বসেই বিপজ্জনক স্টান্ট এক যুবকের, উড়ল আকাশেও; চমকে দেবে এই ভিডিয়ো

Latest Viral Video: টুইটারে @HumansNoContext নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি পাঁচ লাখেরও বেশি মানুষ দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: হুইলচেয়ারে বসেই বিপজ্জনক স্টান্ট এক যুবকের, উড়ল আকাশেও; চমকে দেবে এই ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 5:40 PM

Viral Video Today: আজকাল ভাইরাল হওয়ার জন্য অনেকে এমন কিছু স্টান্ট করেন, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। নিজের জীবনের পরোয়া না করেই ভিডিয়ো বানাতে মশগুল থাকে কিছু মানুষ। আবার তার মধ্যেই এমন কিছু স্টান্ট দেখা যায়, যা দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এখানে এক ব্যক্তিকে হুইল চেয়ারে বসে স্টান্ট করতে দেখা যায়। এই ভিডিয়োটি দেখার পর অধিকাংশ নেটিজেন হতবাক হয়েছেন। পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি হুইল চেয়ারে বসে রয়েছেন। আসলে তিনি একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি। যুবককে হুইলচেয়ারে স্লাইড করার সময় দুর্দান্ত স্টান্ট করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, এটি একটি প্রতিযোগিতা যেখানে একজন প্রতিবন্ধী যুবক দ্রুত গতিতে স্লাইড করতে করতে হঠাৎ কয়েক ফুট উঁচুতে উঠে হাওয়ায় কয়েক সেকেন্ডের জন্য ভেসে থাকতে দেখা যায়। তারপরে সে নিচে নেমে আসতেই অনেকে ছুটে তার কাছে যায়। আশ্চর্যের বিষয় হল এই সময়ে তার ভারসাম্য এক মুহূর্তের জন্যও নষ্ট হয় না। আর ভিডিয়োটি সামনে আসতেই হতবাক অধিকাংশ নেটিজ়েন।

টুইটারে @HumansNoContext নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি পাঁচ লাখেরও বেশি মানুষ দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই স্টান্ট সত্যিই অবাক করার মতো।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “স্বপ্নেও ভাবা যায় না। এমন কিছ করা যেতে পারে।”