Viral Video: গর্তের মধ্যে বসে ট্যাবে সিনেমা দেখছে ছোট্ট খরগোশ, কিউট ভিডিয়ো ভাইরাল

Latest Viral Video: এই ভিডিয়োটি টুইটারে @TheFigen_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 48 লাখের বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছেন।

Viral Video: গর্তের মধ্যে বসে ট্যাবে সিনেমা দেখছে ছোট্ট খরগোশ, কিউট ভিডিয়ো ভাইরাল
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 7:43 PM

Viral Video Today: কিছু কিছু মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ফোন ছাড়া ভাবতেই পারেন না। দিনের অনেকটা সময় সিনেমা, ওয়েব সিরিজ দেখে সময় কাটান। কিন্তু তাই বলে খরগোশ শুয়ে শুয়ে ফোন দেখবে? শুনেই চমকে উঠলেন তো? এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় একটি খরগোশের কাণ্ড দেখলে আপনি তার দিক থেকে চোখ সরাতে পারবেন না। মানুষরে মতো হেলান দিয়ে শুয়ে শুয়ে ট্যাবে কার্টুন দেখছে একটি খরগোশ। তাও আবার গাজরে হেলান দিয়ে? সঙ্গে আবার কিছু খাচ্ছেও। এই দৃশ্য় দেখে হাসি থামেনি অধিকাংশ নেটিজ়েনের।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গর্তে শুয়ে রয়েছে ছোট্ট খরগোশ। আর হেলান দিয়েছে একটি গাজরে। তারপরে অনবরত কিছু খেয়েই চলেছে। সবথেকে অবাক করা ব্যাপার হল তার সামনে কেউ একজন ট্যাব রেখেছে। আর তাতে চলছে কার্টুন। সেই কার্টুন অবাক হয়ে দেখছে খরগোশটি। ভিডিয়োটি দেখে আপনার মনে হবে, খরগোশটি যেন আগেও এমনভাবে ফোন দেখেছে। তার যেন অভ্যাস আছে। আর তার এমন কাণ্ড দেখে সেই সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি তার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পোস্ট করতেই হতবাক অধিকাংশ নেটিজেন।

এই ভিডিয়োটি টুইটারে @TheFigen_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 48 লাখের বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই খরগোশটিকে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “এই ভিডিয়োটি আমি অনেকবার চালিয়ে দেখলাম। খরগোশটি থেকে সত্য়িই চোখ ফেরানো যাচ্ছে না।”