Viral Video: ছাগলের জন্যও টিকিট কেটে ট্রেনে উঠেছেন মহিলা, সংক্রামক হাসি জিতল নেটবাসীর মন
Train Ticket For Goat: টিকিট পরীক্ষকও অবাক। রয়েছেন দুজন মানুষ, এদিকে টিকিট কাটা হয়েছে তিনজনের। চেকারকে তিনি জানালেন, ওই ছাগলটিরও টিকিট কেটেছেন। তারপরই মিষ্টি করে হাসলেন! আর সেই অনাবিল হাসি যেন সত্যিই সংক্রামক, সততা ও সহানুভূতির প্রতীক যেন।
Latest Viral Video: মানুষ কতটা সৎ হলে সদাহাস্য বদনে তিনি যেখানে খুশি যেতে পারেন, যা খুশি তাই করতে পারেন। সেরকমই সহানুভূতি এবং সততার হৃদয়গ্রাহী দিক তুলে ধরল সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। ট্রেনে সফর করছিলেন বয়স্ক এক মহিলা। দরজার খুব কাছেই দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎই টিকিট পরীক্ষক এসে তাঁর টিকিট দেখতে চান। ট্রেনে ওই মহিলার সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও প্রাণের বান্ধব, যাকে সন্তান বললেও কম বলা হয় না। এই প্রাণের বান্ধবের কথা যদি শোনেন, তাহলে অবাক হতে পারেন!
মহিলা সন্তান স্নেহেই লালন করেন একটি ছাগলকে। স্বামীর সঙ্গেই তাকেও ট্রেনে করে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এমনি-এমনি বিনা টিকিয়ে ছাগলটিকে চাপিয়ে ছিলেন নাকি? না, এক্কেবারেই না। টিকিট পরীক্ষকও অবাক। রয়েছেন দুজন মানুষ, এদিকে টিকিট কাটা হয়েছে তিনজনের। চেকারকে তিনি জানালেন, ওই ছাগলটিরও টিকিট কেটেছেন। তারপরই মিষ্টি করে হাসলেন! আর সেই অনাবিল হাসি যেন সত্যিই সংক্রামক, সততা ও সহানুভূতির প্রতীক যেন।
ভিডিয়োটি দেখেই বোঝা গিয়েছে, এই বাংলারই কোনও এক প্রান্তের বুক চিড়ে ছুটে চলা ট্রেনে রেকর্ড করা হয়েছে। অবনীশ শরণ নামের এক আমলা X মাধ্যমে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োর ক্যাপশনে শরণ লিখছেন, “তিনি তাঁর ছাগলের জন্যও টিকিট কেটেছেন এবং গর্ব করে তা টিটিকে জানাচ্ছেন। তার হাসিটা একবার দেখুন, কী অসাধারণ! তাই না?”
She bought train ticket for her goat as well and proudly tells this to the TTE.
Look at her smile. Awesome.❤️ pic.twitter.com/gqFqOAdheq
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) September 6, 2023
ভিডিয়োতে প্রথমেই দেখা যায়, টিকিট পরীক্ষক এসে ওই মহিলাকে জিজ্ঞেস করছেন যে তিনি নিজের এবং পরিবারের অন্য সদস্যের টিকিট সুরক্ষিত করেছেন কি না। ঠিক সেই সময়ই মহিলা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ইতিবাচক প্রতিক্রিয়াটি জানিয়েছেন। টিকিট বের করলেন এবং তা টিটিইকেও দেখান। এদিকে টিকিট পরীক্ষক অবাক হয়ে যান, যখন তাঁর নজরে ওই ছাগলটি আসে। হিন্দি-বাংলা মিশিয়ে চেকার তখন কৌতূহলী স্বরে প্রশ্ন করেন, ‘ছাগল কা ভি টিকিট হ্যয়? (আপনার কাছে কি ছাগলের জন্যও টিকিট আছে?)’
এরপরেই মহিলা হাসেন, যে সংক্রামক হাসি এ দেশের হাজার-হাজার সৎ ট্রেনযাত্রীর সততাকে পরিস্ফুট করেছে। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ সাড়ে চার লাখ ছাপিয়ে গিয়েছে।