Viral Video: বন্ধ রেলগেটের নিচ দিয়ে বাইক নিয়ে পার হচ্ছিল এক যুবক, RPF জওয়ান তারপর যা কাণ্ড করলেন….
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। নেটিজ়েনদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
Viral Video Today: অনেক সময়ই দেখা যায়, রেল গেটে তাড়াহুড়ো করে রেলক্রসিং পার হতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটে। তাতেও মানুষ একটুও সচেতন হয় না। রেলক্রসিং বন্ধ হয়ে গেলেও কোনও মতে লোকজনকে পার হতে দেখা যায়। সাইকেল হোক না বাইক, গেটের নিচ থেকে বের করে নিয়ে পেরিয়ে যায়। প্রায়শই এমন অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে রেল গেটের নিচ থেকে, বাইক বের করে রেলক্রসিং পার হচ্ছিলেন এক ব্যক্তি। তারপরেই তাকে দেখে সেখানে এক RPF জওয়ান চলে আসে, আর তার সঙ্গে এমন কিছু করে, যা আপনি ভাবতেও পারবেন না। যদিও ভিডিয়োটি নিয়ে অনেক মতবিরোধ তৈরি হয়েছে নেটিজ়েনদের মধ্যে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেলগেটের নিচ থেকে জোর করে বাইক নিয়ে রেল ট্র্যাক পার হওয়ার চেষ্টা করছেন এক যুবক। ঠিক সেই সময়ই রেল পুলিশ সেখানে পৌঁছে ওই যুবককে থামায়। রেলের তরফে বিজ্ঞাপন ও সচেতনতা প্রচার চালানোর পরেও অনেক সময় মানুষ নিয়ম লঙ্ঘন করে। পুলিশটি সেই যুবককে থামিয়ে সপাটে এক চড় মারে, আর বাইকটিকেও পা দিয়ে ধাক্কা দেয়। যুবকটি তারপর বন্ধ রেলক্রসিংয়ের ওপারে নিয়ে যায়। পুলিশের পেছনে থাকা অন্য লোকজনও রেল ক্রসিংয়ের ভেতরে সাইকেল চালিয়ে রেল ট্র্যাক পার হচ্ছেন। শুধু তাই নয়, পুলিশ যখন ওই যুবককে চড়-থাপ্পড় মারছিল, সেই সময়ও কয়েকজন লোক রেললাইন পার হচ্ছিলেন। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি উত্তরপ্রদেশের বেরেলির বলা হচ্ছে।
This is not kalesh but police violence. Police find it easy in beating rather than follow the procedure of law. There should not be any fear of the police but of laws. Even Police should be fear of laws as they most often go beyond their jurisdiction area. https://t.co/rSuvmFQDoH
— kumar (@kumarsami16) July 4, 2023
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। নেটিজ়েনদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। কেউ কমেন্টে লিখেছেন,”সব কিছুর জন্যই নির্দিষ্ট আইন আছে। পুলিশ কখনই এভাবে মারতে পারে না।” আবার কেউ কমেন্ট করেছেন, “মানুষ কিছুতেই সচেতন হবে না। ফলে পুলিশদের এমনটাই করতে হবে।”