Viral Video: আস্ত সাবান চিবিয়ে খাচ্ছে কলকাতার এক তরুণী! পুরো ভিডিয়ো দেখলে ফাঁস হয়ে যাবে রহস্য…
Latest Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে এতটাই ভাইরাল হয়েছে যে এখনও পর্যন্ত এটি 30 লাখ ভিউ পেয়েছে, যখন প্রায় 1.5 লাখ মানুষ এটি লাইক করেছে। সুচি ইন্সটা হ্যান্ডেল @21b_kolkata-তে ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "আমি সাবান খেতে পছন্দ করি।"
সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যেই কয়েকটা ভিডিয়ো এমন থাকে, যা আপনার নজর কাড়তে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা একটা আস্ত সাবান কামড়ে খেয়ে ফেললেন। হাত ধোয়ার লিকুইড সাবান, আর এমন সাবানের মধ্যে কোনটি বেশি ভাল খেতে, তা দেখতেই এমন কাজ করে বসলেন সেই মহিলা। কিন্তু ভিডিয়োর শেষে এমন কিছু দেখা গেল, যা আপনি ভাবতেও পারবেন না। কিন্তু ভিডিয়োয় ঠিক কী করছেন এই মহিলা? চলুন দেখে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় যাকে দেখতে পাচ্ছেন, তার নাম সুচি দত্ত, যিনি কলকাতার বাসিন্দা। সুচি একজন প্রতিভাবান কেক বেকার। তিনি তার রিলগুলো সেই সব কিছু দিয়েই তৈরি করেন। হাইপার-রিয়ালিস্টিক কেক তৈরিতে সুচি পারদর্শী। ভাইরাল হওয়া এই রিলে আপনি সেটাই দেখতে পাবেন। ক্লিপটির প্রথমে আপনার মনে হবে তিনি নিশ্চয়ই সাবান চিবিয়ে খেয়ে ফেলছেন। কিন্তু ভিডিয়োর শেষে দেখা যাবে সুচি সেটিকে কেকের মতো কেটে ফেলছে। আর এই ভিডিয়ো শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই ভিডিয়ো দেখে হতবাক বহু মানুষই।
View this post on Instagram
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে এতটাই ভাইরাল হয়েছে যে, এখনও পর্যন্ত এটি 30 লাখ ভিউ পেয়েছে, যখন প্রায় 1.5 লাখ মানুষ এটি লাইক করেছে। সুচি ইন্সটা হ্যান্ডেল @21b_kolkata-তে ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “আমি সাবান খেতে পছন্দ করি।” ভিডিয়োটিতে অনেকে অনেক কমেন্ট করেছে। একজন কমেন্টে লিখেছেন, “কেউ বুঝতেই পারবে না এটি সাবান নাকি কেক।”