Viral Video: আদালতে রায় ঘোষণা করছিলেন বিচারক, মেঝেতে শুয়ে ‘নাগিন ডান্স’ এক মহিলার!
Latest Viral Video: ওই মহিলার এমন আচরনে সেখানে উপস্থিত বিচারক থেকে পুলিশ সবাই হতবাক। এর আগে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় নাগিন ডান্সের অনেক ভিডিয়ো দেখেছেন। কিন্তু কখনও কাউকে আদালতে ঢুকে এমনটা করতে দেখেছেন?

Viral Video Today: ইন্টারনেটের যুগে মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো চোখে পড়ে, যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। এর আগে যে কোনও বিয়ের অনুষ্ঠানে মানুষকে নাগিন নাচ করতে অবশ্যই দেখেছেন। নাগিন ডান্স করতে গিয়ে রাস্তায় মানুষকে মারধরও খেতে হয়েছে, সেই ভিডিয়োও ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। এবার ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। আদালতে নাগিন ডান্স করতে শুরু করেন এক মহিলা। মেঝেতে শুয়ে পড়ে নাচতে নাচতে সাপের মতো করতে থাকেন সেই নারী। আদালত কক্ষে শুনানির সময় হঠাৎ মাটিতে শুয়ে নাচতে শুরু করেন এই মহিলা। আর সেই ভিডিয়োই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি উত্তরপ্রদেশের সাহারানপুরের। জানা গিয়েছে, আদালতে শুনানির সময় ওই মহিলা মাটিতে শুয়ে সাপের মতো শব্দ করে নাচতে শুরু করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নাচতে নাচচে সেই মহিলা জোরে চিৎকার করছেন, যার জেরে সেখানে ভিড় জমান বহু মানুষ। সেখানে উপস্থিত সকলে হতবাক। মহিলাটিও মাঝে মাঝে অদ্ভুত শব্দ করছিলেন। ওই নারীর এমন কর্মকাণ্ডে পুরো আদালত কক্ষে এক অদ্ভুত পরিবেশের তৈরি হয়। শুধু তাই নয়, সেখানে উপস্থিত লোকজন ওই নারীকে শান্ত করার অনেক চেষ্টা করলেও তার নাগিন ডান্স থামেনি।
#UttarPradesh#सहारनपुर कोर्ट में महिला ने फर्श पर किया #नागिनडांस
महिला ने #सांप की तरह आवाज भी निकाली
कोर्ट का #वीडियो_वायरल, अपर परिवार न्यायालय में चल रही थी #मुकदमे की सुनवाई.@saharanpurpol #Saharanpur #NaginDance #VideoViral pic.twitter.com/IpCO3Fj7Zv
— Goldy Srivastav (@GoldySrivastav) August 26, 2023
ওই মহিলার এমন আচরনে সেখানে উপস্থিত বিচারক থেকে পুলিশ সবাই হতবাক। এর আগে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় নাগিন ডান্সের অনেক ভিডিয়ো দেখেছেন। কিন্তু কখনও কাউকে আদালতে ঢুকে এমনটা করতে দেখেছেন?





