Viral Video: সিংহীর দল একজোট হয়ে আক্রমণ করল কুমিরকে, প্রত্যুত্তর যা এল… ভাবতেও পারবেন না!

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার যুগে যদিও বর্তমানে অনেক ভিডিয়োই ভাইরাল হয়। আর সেখান থেকেই উঠে আসে ভয়ানক কিছু ঘটনা, যা দেখলে অবাক হওয়া ছাড়া উপায় থাকে না।

Viral Video: সিংহীর দল একজোট হয়ে আক্রমণ করল কুমিরকে, প্রত্যুত্তর যা এল... ভাবতেও পারবেন না!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 11:16 AM

Viral Video Today: কথাতেই আছে, জলে কুমির ডাঙায় বাঘ। কিংবা শুনে থাকবেন, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা বোকামির কাজ। তবে প্রবাদ বাক্য তো তৈরি হয় বাস্তব থেকেই। জঙ্গলের প্রাণীদের প্রতি মুহূর্তে প্রাণের জন্য লড়াই চালিয়ে যেতে হয়। পশুরাজ সিংহ কিংবা দল বেঁধে শিকারে বেরনো সিংহীর দলও সেই থেকে রেহাই পায় না। কিন্তু জঙ্গলের ভিতরের কত ঘটনাই বা আর সামনে আসে। সোশ্যাল মিডিয়ার যুগে যদিও বর্তমানে অনেক ভিডিয়োই ভাইরাল (Video Viral) হয়। আর সেখান থেকেই উঠে আসে ভয়ানক কিছু ঘটনা, যা দেখলে অবাক হওয়া ছাড়া উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি কুমির ডাঙায় থাকা সিংহীর দলের সঙ্গে লড়াই করতে চেয়েছিল। এতগুলি সিংহীকে দেখেও সে পিছপা হয়নি। লড়ে গিয়েছে শেষ পর্যন্ত, সূচাগ্র মাটিও ছাড়েনি বিনা যুদ্ধে। অবশেষে সিংহী যা করল তা দেখে আপনি শিউরে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সিংহী আর একটি কুমির সামনা সামনি দাঁড়িয়ে আছে। কেউ পিছু পা হতে নাড়াজ। কখনও সিংহীটি তাকে তাড়া করছে। আর কখনও কুমিরটি তেড়ে যাচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত কুমিরটি বুঝতে পারেনি যে, সে সিংহীদের এলাকায় এসে পড়েছে। আর যখন সে বোঝে, তখন অনেক দেড়ি হয়ে গিয়েছে। সিংহীকে দেখে কুমির সতর্ক হয়ে যায়। কিন্তু, সিংহী তাকে আক্রমণ করে। তখনই পিছন থেকে দুই-তিনটি সিংহী সেখানে পৌঁছায় এবং সবাই মিলে কুমিরটিকে আক্রমণ করতে শুরু করে। কুমিরও হাল ছাড়তে প্রস্তুত নয়। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আপনি চমকে উঠবেন। ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘attitude_club’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত কয়েক লাখ মানুষ দেখেছেন। ভিডিয়োটিতে লাইক করেছেন 2 লাখ 56 হাজারের বেশি মানুষ। এই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করছেন অনেকেই। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “কুমিরটি বুঝতে পারেনি সে ভুল জায়গায় এসে পড়েছে।” আরও এক ব্যক্তি লিখেছে, “আমার শুধু এটা দেখেই অবাক লাগল যে, শেষ পর্যন্ত নিজের প্রানের জন্য লড়াই করে গেল সে।”