গিটারের তালে পিয়ানো বাজাচ্ছে বিড়াল, অবাক নেটিজেনরা
আপনি দেখেছেন সেই ভিডিয়ো?
ছোট ছোট পা দিয়ে পিয়ানো বাজাচ্ছে চারপেয়ে। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন রাশিয়ান গিটারিস্ট মার্শেল। ৩৬ সেকেন্ডের একটি ভিডিয়োতেই এখন বুঁদ নেটদুনিয়া। নেটিজেনরা অবাক হয়ে বলছেন, “তার মাথায় এত বুদ্ধি!”
বেসুরো বা বেতাল নয়, যেন পাক্কা পেশাদার। অপেক্ষা করছে গিটারের কর্ডের জন্য। প্রয়োজনে থামছে। আবার সুর তুলছে ছোট্ট পা দিয়ে। নেটিজেনরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিড়াল তো কী? তার সুরের প্রতি বোধ হার মানাবে মানুষকেও। মার্শেলের তারিফেও ফেটে পড়েছেন নেটিজেনরা। চারপেয়ে কোথাও বিট মিস করে গেলে হাল ধরছেন তিনি। প্রয়োজনে পরিবর্তন করছেন স্কেল।
someone did a collab tiktok with a cat and it’s perfect pic.twitter.com/8ckEIRo51y
— Rob N Roll (@thegallowboob) December 15, 2020
টিকটকে কোল্যাব এখন নয়া ট্রেন্ড। কিন্তু তাই বলে, বিড়ালের সঙ্গে সুরসাধনা! অবাক নেটিজেনরা। ইতিমধ্যেই ১০ লক্ষের মতো ভিউজ পেয়েছে ভিডিয়োটি। কেউ কেউ তাঁদের পোষ্যরও কোনও বাদ্যযন্ত্র বাজানোর ভিডিয়ো পোস্ট করেছেন ওই ভাইরাল ভিডিয়োর কমেন্ট বক্সে। একজন লিখেছেন, “যেন পাক্কা সুপারস্টার’। আর একজনের রসিক মন্তব্য, “পরবর্তী ওয়ার্ল্ডস গট ট্যালেন্টে’ একে অবশ্যই জায়গা দেওয়া উচিত।”
They needs to collab with the bruvs pic.twitter.com/P0VcVT2sQk
— ?? (@Lemon_Kitten) December 16, 2020