শুঁড় আর পা দিয়ে মহিলাকে ম্যাসাজ দিচ্ছে হাতি, টুইটারে ভাইরাল পুরনো ভিডিয়ো
ভিডিয়ো দেখে এটা স্পষ্ট যে ম্যাসাজ দেওয়ার ব্যাপারে বেশ দক্ষ এই হাতিটি।
মহিলার পিঠে শুঁড় দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে এক হাতি। নীচু খাটে শুয়ে দিব্যি মজা নিচ্ছেন ওই মহিলা। মাঝে মাঝে আবার পা দিয়েও দলাই-মলাই করছে হাতিটি। বছর দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভিডিয়ো। ফের নতুন করে ভাইরাল হয়েছে এই হাতির ম্যাসাজ প্রক্রিয়া। টুইটারে পুরনো ভিডিয়ো ভাইরাল হওয়া এখন নতুন ট্রেন্ড।
ভিডিয়ো দেখে এটা স্পষ্ট যে ম্যাসাজ দেওয়ার ব্যাপারে বেশ দক্ষ এই হাতিটি। জানা গিয়েছে, তাইল্যান্ডে তোলা হয়েছে এই ভিডিয়ো। দেখা গিয়েছে, নীচু খাটিয়ায় উপুর হয়ে শুয়ে রয়েছেন এক মহিলা। আর শুঁড় এবং পা দিয়ে দিব্যি ম্যাসাজ করে দিচ্ছে একটি হাতি। তাইল্যান্ডে ম্যাসাজ দেওয়ার জন্য হাতিদের ট্রেনিং দেওয়া হয় অনেক অল্প বয়স থেকেই। ভিডিয়োতে দেখে ব্যাপারটা যতটা ভয়ঙ্কর বলে মনে হয় বিষয়টা ঠিক ততটাও ভয়ানক নয়। বরং বেশ আরামদায়ক।
Massage by elephant. ???? pic.twitter.com/QZiIXIulkx
— f.k (@amir2371360) January 16, 2021
তবে যিনি ম্যাসাজ নিচ্ছেন তিনি আনন্দ পেলেও ম্যাসাজ দেওয়ার ট্রেনিং নেওয়ার সময় বেশ কষ্টকর পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় হাতিদের। ‘ওয়ার্ল্ড অ্যানিমাল প্রোটেকশন’ সংস্থার তরফে জানানো হয়েছে, যেসব হাতিকে এই ম্যাসাজ দেওয়ার ট্রেনিং দেওয়া হয় তাদের খুব ছোট বয়সেই মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়। ছোটবেলাতেই এই নিষ্ঠুর পরিস্থিতির শিকার হয় বেশ কিছু হাতি।
যদিও টুইটারে এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই বলেছেন, “হাতিরা আমাদের চাকর নয়। এভাবে নিজেদের আরামের জন্য আমরা ওদের ব্যবহার করতে পারি না।” অনেকে আবার হাতির পারদর্শীতা দেখে তাকে কুর্নিশও জানিয়েছে। তবে এভাবে ছোট বয়সেই মায়ের থেকে বাচ্চার আলাদা হওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন অনেক পশুপ্রেমীই।