২০২০’র বাছাই করা সেরা ভাইরাল ভিডিয়ো

‘ভাইরাল‘ এই শব্দটা বর্তমানে আমার আপনার আমাদের সকলের ডিকশনারিতে সবথেকে চর্চিত শব্দ তা বলা যেতেই পারে। ২০২০’র প্রায় শেষ। সারা বছর যে কীভাবে কেটে গেল সেটা ভাবতে বসলে নিজেরাই চমকে উঠি। কোভিড, লকডাউন পরিস্থিতিতে নিজেদের বোরডম কাটানোর রাস্তা অথবা সচল রাখার রসদ জুগিয়েছিল এই সোশ্যাল মিডিয়া। তা সে ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ হোক, সিনেমা হোক কিংবা […]

২০২০'র বাছাই করা সেরা ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োর মুহুর্ত
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 4:56 PM

ভাইরালএই শব্দটা বর্তমানে আমার আপনার আমাদের সকলের ডিকশনারিতে সবথেকে চর্চিত শব্দ তা বলা যেতেই পারে। ২০২০’র প্রায় শেষ। সারা বছর যে কীভাবে কেটে গেল সেটা ভাবতে বসলে নিজেরাই চমকে উঠি। কোভিড, লকডাউন পরিস্থিতিতে নিজেদের বোরডম কাটানোর রাস্তা অথবা সচল রাখার রসদ জুগিয়েছিল এই সোশ্যাল মিডিয়া। তা সে ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ হোক, সিনেমা হোক কিংবা কিছু মজাদার ভিডিও। সেলিব্রিটি থেকে আমজনতা মেতেছিলেন বিভিন্ন অ্যাকটিভিটিস আর চ্যালেঞ্জে। আর তা ভাইরালও হয়েছিল দেদার। আপনাদের জন্য রইল সেরকমই কিছু ভাইরাল ভিডিও রিক্যাপ। দেখে নেওয়া যাক ২০২০’র সেরা কিছু ভাইরাল ভিডিয়ো।

১। রেড পাস্তা দোসা

পাস্তা আর দোসা একসঙ্গে। এ আবার কী করে হয়। দোসা আমরা সবাই জানি দক্ষিণ ভারতীয় খাবার আর পাস্তা ইতালির সবারই জানা। পাস্তা আর দোসা যখন মিলে গেল তখন কী হল। চলতি বছরের মাঝামাঝি সময়ে রীতমতো ভাইরাল হয় টুইটারের এই ভিডিয়ো।

২। ডালগোনা কফি

ডালগোনা কফি’ এই নামটা কিছুদিন আগে পর্যন্ত বাঙ্গালির ড্রইংরুমে এককথায় বলা যেতে পারে এলিয়ন ছিল। কিন্তু লকডাউন পর্ব শুরুর কিছুদিনের মধ্যেই ডালগোনা কফির রেসিপি হয়ে ওঠে চর্চার কেন্দ্রবিন্দু। হাতে গোনা হয় তো কয়েকজন কেই পাওয়া যাবে যারা পোস্ট করেননি এই কফির ভিডিও।

। স্কেটিংয়ে ব্যস্ত ইয়েতি

ইয়েতি ৫মাসের সাদা ধবধবে বিড়াল ছানা। সে দেখতে যেমন কিউট তার কাজকর্মও তেমনিই মিষ্টি।ইয়েতির এই স্কেটিং ছিল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং লিস্টের প্রথম সারিতে।

View this post on Instagram

A post shared by Instagram (@instagram)

৪। আইসক্রিম সিঙ্গারা

‘আইসক্রিম সিঙ্গারা’ এরকমও আবার হয়।সত্যিই অবাক কান্ড।আলু,ফুলকপির পুরের বদলে আইসক্রিম আর বাইরে ভাজা সিঙ্গারার মোড়ক।মে মাসে টুইটারে পোস্ট করেন এই ওরিয়ো সিঙ্গারার ছবি, যা পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল।

৫। বটল ক্যাপ চ্যালেঞ্জ

বটল ক্যাপ চ্যালঞ্জ’ লকডাউনে এই মজাদার চ্যালেঞ্জে মজেছিলেন অনেকেই।বেশ অনেকদিন আগে এই চ্যালেঞ্জ শুরু হলেও লকডাউনে ট্রেন্ডিং লিস্টে অন্যতম ছিল এই চ্যালেঞ্জ।অক্ষয় কুমার থেকে সিদ্ধান্ত চতুর্বেদি সহ অনেকেই মজেছিলেন এই খেলায়।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

আরও পড়ুনঃকরোনা আতঙ্কে প্রভু যিশুর মুখেও দেখা গেল মাস্ক!