12  March, 2024

গলায়-ঘাড়ে কালো দাগ? মেটান ঘরোয়া উপায়ে

credit: Pinterest

TV9 Bangla

অনেকেরই গলায় বা ঘাড়ে কালো দাগ দেখা যায়। এই ধরনের কালো ছোপ মোটেই ভাল দেখায় না। জানেন কি ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?

 গলার কালো দাগ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যালোভেরা, ত্বকে পিগমেন্টেশন সৃষ্টিকারী এনজাইমের কার্যকলাপকে বাধা দেয়।

 এবং ত্বকের বর্ণ হালকা করে। এছাড়া অ্যালোভেরা জেল ত্বককে পুষ্ট করার পাশাপাশি, হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। তাই ব্যবহার করে দেখতে পারেন।

এর জন্য, অ্যালোভেরার পাতা কেটে তার নির্যাস বের করে নিন। তারপর ওই জেল ঘাড় এবং গলায় দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

এ ছাড়া ব্যবহার করতে পারেন বেকিং সোডা। একটি পাত্রে দু'চামচ বেকিং সোডা নিন। তাতে সামান্য জল দিন। এরপর মিশ্রণটি গুলে গলায় লাগিয়ে নিন।

আলুর রসেও কাজ হবে। কটি ছোট আলু ঘষে, তার থেকে রস বের করে নিন। তারপর ওই রসে তুলো ভিজিয়ে, ঘাড়ে এবং গলায় ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

দইয়ে প্রাকৃতিক এনজাইম উপস্থিত, যা লেবুর অ্যাসিডের সাথে মিশে কাঙ্খিত ফলাফল দেয়। তাছাড়া ত্বককে পুষ্টি যোগায় এবং মসৃণ রাখতেও সহায়তা করে।

দু'টেবল চামচ দই এবং এক চা চামচ লেবুর রস নিয়ে ভাল করে মেশান। তারপর এটি ঘাড় এবং গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে, জল দিয়ে ধুয়ে ফেলুন