Suicide: থরথর করে কাঁপছে দেহ, রক্তে ভাসছে রাস্তা, সাতসকালে ময়নাগুড়িতে আচমকা নিজের গলা কেটে ফেলল যুবক

Suicide: টিনের টুকরো দিয়ে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির রোড এলাকায়।

Suicide: থরথর করে কাঁপছে দেহ, রক্তে ভাসছে রাস্তা, সাতসকালে ময়নাগুড়িতে আচমকা নিজের গলা কেটে ফেলল যুবক
আত্মহত্যার চেষ্টা যুবকের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 1:17 PM

ময়নাগুড়ি: নিজের গলা নিজেই কেটে ফেললেন এক যুবক। টিনের টুকরো দিয়ে গলা কেটে করলেন আত্মহত্যার (Suicide) চেষ্টা। শনিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির (Maynaguri) রোড এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পাঠানো হয় জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিকেল কলেজে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের বাড়ি ফালাকাটায়। তাঁর নাম রামকৃষ্ণ মহন্ত। তিনি দিল্লিতে কাজ করতেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রোড স্টেশনের সামনে কারও সঙ্গে ওই যুবক মোবাইলে কথা বলছিলেন। কথা বলতে বলতেই আচমকা টিনের একটি টুকরো দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলেন তিনি। মুহূর্তেই মাটিতে পড়ে কাতরাতে থাকেন। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতচকিত হয়ে যান পথ চলতি মানুষেরা। কেউ কেউ চিৎকারও করে ওঠেন। এদিকে ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গিয়েছেন ওই যুবক। চিৎকার করার চেষ্টা করছেন। কিন্তু, পারছেন না। এ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। 

তবে কী কারণে তিনি এ কাণ্ড ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। এদিকে কিছু মাস আগে কার্যত একই ধরনের একটি ঘটনা দেখতে পাওয়া গিয়েছিল তারকেশ্বরে। ভরা বাজারে ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলতে দেখা গিয়েছিল এক যুবককে। ফিনকি দিয়ে বেরোতে থাকে রক্ত। এদিকে তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় যখন এই কাণ্ড হয়েছে তখন সেখানে থিকথিক করছে ভিড়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। খবর যায় পুলিশে। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর প্রেমঘটিত কারণেই এই কাজ করেছিল ওই যুবক। প্রেমে বাধা পেয়ে মনকষ্টের জেরেই আত্মহত্য়ার চেষ্টা করেন। তাঁর বাড়ি শ্রীরামপুরের মাহেশে।