West Bengal Panchayet Election 2023: বিধায়কের গাড়ির ওপর ‘হামলা’র পর বাড়ানো হল মনোনয়ন কেন্দ্রের নিরাপত্তা

West Bengal Panchayet Election 2023: করতে বিডিও অফিসের একশো মিটার আগে থেকে ব্যারিকেড বসানো হয়। বিডিও অফিসে ঢোকার মুখেও বসানো হয় ব্যারিকেড। অবাঞ্চিত ভিড় ঠেকাতে প্রবেশকারীদের পরিচয় নিশ্চিত করে, তবেই মনোনয়ন কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

West Bengal Panchayet Election 2023: বিধায়কের গাড়ির ওপর 'হামলা'র পর বাড়ানো হল মনোনয়ন কেন্দ্রের নিরাপত্তা
বিজেপি বিধায়কের গাড়িতে ইট
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 1:28 PM

বাঁকুড়া: বিধায়কের গাড়ির ওপর হামলার অভিযোগে তৎপর পুলিশ। বাঁকুড়ার কোতুলপুর বিডিও অফিসে মনোনয়নকে ঘিরে অবাঞ্চিত ভিড় এড়াতে মনোনয়ন কেন্দ্রের একশো মিটার আগে থেকে ব্যারিকেড তৈরি করা হয়েছে। মনোনয়ন পর্বের প্রথম দিনেই দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে কোতুলপুরের বিডিও অফিস লাগোয়া এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বিধায়কের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। সেই ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসে পুলিশ।

কোতুলপুর ব্লকে মনোনয়ন পর্ব শান্তিপূর্ণ করতে বিডিও অফিসের একশো মিটার আগে থেকে ব্যারিকেড বসানো হয়। বিডিও অফিসে ঢোকার মুখেও বসানো হয় ব্যারিকেড। অবাঞ্চিত ভিড় ঠেকাতে প্রবেশকারীদের পরিচয় নিশ্চিত করে, তবেই মনোনয়ন কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে শুধু কোতুলপুরেই নয়, মনোনয়নকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাত্রসায়ের, জয়পুর, ইন্দাস, সোনামুখী-সহ প্রতিটি ব্লকের মনোনয়ন কেন্দ্রেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

মনোনয়নকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ছাতনা বিডিও অফিসে। মনোনয়নের সঠিক পরিকাঠামো নেই, এই অভিযোগ তুলে ছাতনার বিজেপি বিধায়ক ব্লক অফিসে গিয়ে তুমুল ক্ষোভে ফেটে পড়েন। সেই সময় বিডিও অফিসের গেটে বিডিও অফিসের আধিকারিকদের সঙ্গেও তাঁর তুমুল বচসা হয়। বিজেপি বিধায়কের দাবি মনোনয়নে বিরোধীদের বিপাকে ফেলে তৃণমূলকে সুবিধা করে দিতেই পরিকল্পিত ভাবে পরিকাঠামোগত এই সমস্যা রাখা হয়েছে। বিজেপি বিধায়কের দাবি অস্বীকার করেছে তৃণমূল। তাঁর দাবি, প্রার্থী খুঁজে না পেয়ে বিজেপি এখন নাটক করছে।