Adhir Chowdhury on IPAC: মমতাকে অন্ধকারে রেখে ভোট করাচ্ছে আইপ্যাক! বিস্ফোরক দাবি অধীরের
Adhir Chowdhury on IPAC: প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক সংঘর্ষ চলছে, তা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অবগত নাও হতে পারেন।
বহরমপুর : চার পুরনিগমের ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে শনিবার। এবার আসন্ন ১০৮ পুরসভার ভোট। তার আগে রাজ্য রাজনীতিতে চর্চায় উঠে এসেছে তৃণমূলের (TMC) সঙ্গে আইপ্যাকের (IPAC) বিচ্ছেদ জল্পনা। বিধানসভা নির্বাচনে শাসক দলের রণকৌশল ঠিক করতে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হয়, প্রশান্ত কিশোরের সেই সংস্থার সঙ্গে তৃণমূলের চুক্তি শেষ হয়ে যেতে পারে, এমন জল্পনাও তৈরি হয়েছে। এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর দাবি, পুরভোটকে সামনে রেখে জায়গায় জায়গায় যে অশান্তির খবর শোনা যাচ্ছে, তা সম্পর্কে মমতা অবগত নাও হতে পারেন। তৃণমূল সুপ্রিমোকে অন্ধকারে রেখে এ সব কাজ হচ্ছে বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, অধীরের দাবি, আইপ্যাককে টাকা দিতে পারলে, তবেই তৃণমূলের টিকিট পাওয়া যায়।
শনিবার একদিকে যখন চার পুরনিগমের ভোট চলছে, তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করেছেন অধীর। তিনি বলেন, ‘এই যে নির্বাচন হচ্ছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নির্বাচন হচ্ছে। কিন্তু, এখানকার পুলিশ, এখানকার স্থানীয় নেতৃত্ব আর আইপ্যাক- এই ত্রিমূর্তি নির্বাচন করাচ্ছে।’ পুলিশ মুখ্যমন্ত্রী মমতাকে বিভ্রান্ত করছে বলেও দাবি করেছেন অধীর।
শুধু তাই নয়, অধীরের মতে, সব ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপানো হচ্ছে। আদতে এই সব ঘটনা মমতার জ্ঞাতসারে নাও হতে পারে। তিনি উল্লেখ করেন, যারা সন্ত্রাস চালাচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন ঠিকই, তবে এটা ভুল বলে মনে করছেন অধীর। তিনি আরও বলেন, ‘বহরমপুরের সবাই জানে আইপ্যাককে টাকা না দিলে টিকিট পাওয়া যায় না।’ যে কোনও তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করা হলে, এ কথা জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি আইপ্যাকের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। পুরভোটের প্রার্থী তালিকা ঘিরেই সংঘাতের সূত্রপাত বলে শোনা যাচ্ছে। তবে দলের তরফে বা সংস্থার তরফে এ ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। এক সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্য়ায়কে আইপ্যাক সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি মমতার সৈনিক। তাঁর নির্দেশেই চলেন। আর কারও কথা বলতে পারবেন না। এ ছাড়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশ সফরের আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ হচ্ছে কি না, সেই প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘আমাকে এই বিষয়ে কোনও প্রশ্ন করবেন না। এটা দলের আভ্য়ন্তরীণ বিষয়।’
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা