উত্তরবঙ্গের জেলা থেকে ভারতীয় সেনায় চাকরির সুযোগ

আবেদনকারীদের অবশ্যই পয়লা অক্টোবর অনুযায়ী ১৭ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে।

উত্তরবঙ্গের জেলা থেকে ভারতীয় সেনায় চাকরির সুযোগ
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Nov 22, 2020 | 10:54 AM

TV9 বাংলা ডিজিটাল:ভারতীয় সেনায় (Indian Army) বিভিন্ন পদে নিয়োগ করছে ভারতীয় সেনা দফতরের শিলিগুড়ি শাখা। কেবল উত্তরবঙ্গের জেলা, অর্থাৎ জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর ও কোচবিহারের কিশোর কিশোরীরাই আবেদন জমা করতে পারবেন। শারীরিক পরীক্ষা, মেডিক্য়াল টেস্ট ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই চাকরি পাবেন। আবেদন করার শেষ তারিখ ২৮ ডিসেম্বর।

উত্তরবঙ্গের চাকরি প্রার্থীরা সৈনিক জেনারেল ডিউটি, নার্সিং অ্যাসিসটেন্ট, ট্যাকনিকাল অ্যাসিসট্যান্ট ছাড়াও আরও অনেক পদে আবেদন করতে পারবেন। ভারতীয় সেনার ওয়েবসাইট www.joinindianaemy.nic.in এর মাধ্যমে আবেদন করা যাবে। ভিন্ন পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। নার্সিং অ্যাসিসট্যান্ট পদের জন্য বিজ্ঞান বিভাগে ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।

আরও পড়ুন: বিজেপি মহিলা কর্মীকে রাস্তায় ফেলে ‘মার’, দলীয় পতাকা লাগানো ঘিরে বচসা

জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস করে থাকলেই আবেদন করা যাবে। এই সুযোগ শুধুমাত্র নির্দিষ্ট জেলার চাকরিপ্রার্থীদের জন্যই। আবেদনকারীদের অবশ্যই পয়লা অক্টোবর অনুযায়ী ১৭ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে।