আলিপুরদুয়ারের ফালাকাটায় বুনো শুয়োরের হামলা, জখম ৫
ন দফতরের পক্ষ আবার এই ধরনের হামলা হতে পারে বলে জানিয়ে সাধারণ মানুষকে সজাগ থাকতে বলা হয়েছে।
TV9 বাংলা ডিজিটাল: মাঝে মাঝেই এই এলাকায় জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে হাতি, বাইসন কিংবা হরিণ। কিন্তু সচরাচর আসে না বুনো শুয়োর। শনিবার ঠিক উল্টোটা ঘটল। আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা ময়রাডাঙ্গা গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো বুনো শুয়োর। বুনো শুয়োরের হামলায় আহত হয়েছেন ৫ জন। যার মধ্যে গুরুতর জখম ১ ব্যক্তি।
ইতিমধ্যেই ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গুরুতর জখম হওয়ায় ৫৮ বছরের গৌর দাসকে পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এর আগে তাঁর চিকিৎসা চলছিল ফালাকাটাসুপার সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পাওয়া মাত্রই ফালাকাটার উদ্দেশে রওনা দেন জলদাপাড়ার বনকর্মীরা। দীর্ঘক্ষণ ধরে তাঁরা বুনো শুয়োরটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। অবশেষে তাকে জঙ্গলে ফেরাতে সক্ষম হব বন দফতরের কর্মীরা।
আরও পড়ুন: ৫ বছর পরেও আলিপুরদুয়ারে হয়নি নতুন ব্লক, তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ বিরোধীদের
প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, বুনো শুয়োরটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তার সামনে যে আসছিল তাকেই কামড়াচ্ছিল ওই বন্য প্রাণীটি। স্থানীয়রা জানিয়েছেন শনিবার সকাল সাতটা নাগাদ গ্রামে ঢুকে পড়ে বুনো শুয়োরটি। বন্য প্রাণীটি প্রথমে জখম করে গৌর দাসকে। তারপর বাকিদের আঘাত করে সে। যেহেতু গ্রামটি জঙ্গলের পাশেই তাই বন দফতরের পক্ষ আবার এই ধরনের হামলা হতে পারে বলে জানিয়ে সাধারণ মানুষকে সজাগ থাকতে বলা হয়েছে।