Alipurduar: ম্যানেজারের পাশাপাশি সহকারী হিসাবরক্ষকের বাড়িতেও সিবিআই, ৫০ কোটির ‘দুর্নীতি’তে সরগরম আলিপুরদুয়ার
Alipurduar: সূত্রের খবর, শম্পা চৌধুরী প্রথমে মহিলা ঋণদান সমবায় সমিতির এজেন্ট ছিলেন। পরে সহ-হিসাবরক্ষক হিসাবে কাজে যোগ দেন। সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদের সময় কেঁদে ফেলেন শম্পা। তিনি সবরকমভাবে তদন্তে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন।
আলিপুরদুয়ার: আবারও মহিলা ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা সিবিআইয়ের। শনিবার আলিপুরদুয়ার শহরের সূর্যনগরে তৃপ্তিকণার বাড়িতে যায় সিবিআইয়ের তিন সদস্যর প্রতিনিধি দল। ঘণ্টা দেড়েক তাঁকে জিজ্ঞাসাবাদ করে। যদিও এই জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে এসেছে তা খোলসা করতে চায়নি সিবিআই। পাশাপাশি এদিন কেন্দ্রীয় তদন্তকারীরা হানা দেয় মহিলা ঋণদান সমবায় সমিতির সহকারী হিসাবরক্ষক শম্পা চৌধুরীর বাড়িতেও। সেখানে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি অভিযান চালায়।
সূত্রের খবর, শম্পা চৌধুরী প্রথমে মহিলা ঋণদান সমবায় সমিতির এজেন্ট ছিলেন। পরে সহ-হিসাবরক্ষক হিসাবে কাজে যোগ দেন। সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদের সময় কেঁদে ফেলেন শম্পা। তিনি সবরকমভাবে তদন্তে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন।
সূত্রের খবর, আগামী ১৮ অক্টোবর হাইকোর্টে যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার কথা সিবি আইয়ের। তাই পুজোর মুখে কাজে গতি বাড়িয়েছে তারা। ২০০০ সালে আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি শুরু হয়। শুরু ৮-৯ বছরের মাথায় দুর্নীতির অভিযোগ ওঠে এখানে। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মহিলাদের টাকা জমানোর ভরসা ছিল এই মহিলা ঋণদান সমবায় সমিতি। অথচ সেখানেই টাকা রেখে সর্বস্ত পুঁজি খোয়ান অনেকেই। এই মামলায় প্রায় ২১ হাজার আমানতকারীর ৫০ কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। প্রথমে সিআইডি তদন্ত করলেও হাইকোর্ট তদন্তভার সিবিআইকে দেয়। ইতিমধ্যেই আমানতকারীদের সঙ্গে কথা বলেছে তারা। গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।