Ayodhya Ram Mandir: বাংলা থেকে সরাসরি অযোধ্যায়, স্পেশাল ট্রেন দিল রেল
Ayodhya Ram Mandir: জানা গিয়েছে, নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ১৩২ জন যাত্রী ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন। নিউ কোচবিহার থেকে ১৮৬ জন এবং এনজেপি থেকে ১৪৬ জন যাত্রী এই স্পেশাল ট্রেনের বুকিং করেছেন। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনটিতে হেল্প-ডেস্ক,মেডিক্যাল টিম ছাড়াও ট্রেনে স্পেশাল এসকর্ট টিম থাকছে। এর পাশাপাশি বিশেষ খাবারেরও বন্দ্যোবস্ত করেছে আইআরসিটিসি।
আলিপুরদুয়ার: রামলালার দর্শন পেতে চান? অথচ অযোধ্যা কীভাবে যাবেন ভাবছেন তো? আর হাপিত্যেস করতে হবে না। রামমন্দির দেখতে এবার দর্শনার্থীদের জন্য চালু হল স্পেশাল ট্রেন। অসম থেকে অযোধ্যা পর্যন্ত যাতায়াতের জন্য ‘আস্থা’ নামের স্পেশাল ট্রেনটি চালাচ্ছে আইআরসিটিসি (IRCTC)। ট্রেনটি দাঁড়াবে এ রাজ্যেরও কয়েকটি স্টেশনে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ন’টা নাগাদ অসমের বঙ্গাইগাঁও থেকে স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করেছে। এ দিন, নিউ আলিপুরদুয়ার স্টেশন এসে সেটি পৌঁছয় সকাল ১১ টায়। এরপর ১১ টা বেজে ২৫ মিনিট নাগাদ নিউ কোচবিহারে প্ল্যাটফর্মে সেটি ঢোকে। স্টেপজ দেয়। রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়িতে ট্রেনটি পৌঁছবে দুপুর সাড়ে তিনটে নাগাদ। অযোধ্যায় পৌঁছবে আগামিকাল রাত ৮টা নাগাদ।
জানা গিয়েছে, নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ১৩২ জন যাত্রী ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন। নিউ কোচবিহার থেকে ১৮৬ জন এবং এনজেপি থেকে ১৪৬ জন যাত্রী এই স্পেশাল ট্রেনের বুকিং করেছেন। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনটিতে হেল্প-ডেস্ক,মেডিক্যাল টিম ছাড়াও ট্রেনে স্পেশাল এসকর্ট টিম থাকছে। এর পাশাপাশি বিশেষ খাবারেরও বন্দ্যোবস্ত করেছে আইআরসিটিসি।
এদিন নিউ আলিপুরদুয়ার স্টেশনে গিয়ে দেখা গেল বহু পুন্যার্থী অযোধ্যায় রামলালার রামমন্দির দর্শন করতে যাচ্ছেন। স্পেশাল ট্রেন চালু করায় খুশি তাঁরা। এক পূণ্যার্থী জানালেন, “রামলালার মন্দির দর্শন করতে পারব এটা বড় সৌভাগ্যের বিষয়। আইআরসিটিসি-কে অসংখ্য ধন্যবাদ এই ট্রেন চালু করার জন্য।”