Alipurduar: সামনেই ভোট, চা বাগানকে টার্গেট করে উত্তরে ‘খেলা’ জমাতে চাইছে বিজেপি
Alipurduar: বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক,আলিপুরদুয়ার বিজেপির সভাপতি মনোজ টিজ্ঞা বলেন, "এখানে তিনটি ধাপে বৈঠক শুরু হয়েছে। ২০২৪ আলিপুরদুয়ারের আসনটি মোদীর ঝুলিতে দেব। সংগঠনকে মজবুত করতে এই বৈঠক।
আলিপুরদুয়ার: ২০২৪ লোকসভা ভোট। তার আগে জোর প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। এবার আলিপুরদুয়ারের রণকৌশল ঠিক করতে গুরুত্বপূর্ণ মিটিং-এ বসলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির সাত বিধায়ক ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার উপস্থিতিতে এই মিটিং অনুষ্ঠিত হয়।
বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক,আলিপুরদুয়ার বিজেপির সভাপতি মনোজ টিজ্ঞা বলেন, “এখানে তিনটি ধাপে বৈঠক শুরু হয়েছে। ২০২৪ আলিপুরদুয়ারের আসনটি মোদীর ঝুলিতে দেব। সংগঠনকে মজবুত করতে এই বৈঠক। খেলার জন্য তো রণকৌশল ঠিক করতে হবে। চা বাগান,পুরসভা ও বস্তিকেন্দ্রিক এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।”
এর পাশাপাশি তিনি আরও বলেন, “বাগানে অনেক ইস্যু রয়েছে। চা বাগানের জন্য রাজ্য সরকার কিছু করছে না। শ্রমিকদের পিএফ এর টাকা দিচ্ছে না। এফআইআর হলেও মালিক পক্ষের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে না রাজ্য সরকার।” আলিপুরদুয়ারে বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা জহর মজুমদার সম্প্রতি টিএমসি দলত্যাগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,”উনি বিজেপিতে এলে স্বাগত জানানো হবে। তাতে লাভ হবে আমাদের। আর আলিপুরদুয়ারে টিএমসি চালাচ্ছে বিজেপি। টিএমসি বিজেপি নেতাদের ধার করে নিয়ে দল চালাচ্ছে।”