CBI: ‘অনেক কিছুই পাওয়া যাচ্ছে’, সমবায় সমিতির ম্যানেজারের বাড়ি থেকে বেরিয়ে বলল সিবিআই

Alipurduar: আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি। সেখানে প্রায় ২২ হাজার আমানতকারী আছেন। ঋণদান করা হয় এই সমবায় সমিতি থেকে। ২০১৮-১৯ সালে এই সমবায় সমিতিতেই বেনিয়মের অভিযোগ ওঠে। আলিপুরদুয়ার থানায় এ সংক্রান্ত অভিযোগও দায়ের হয়।

CBI: 'অনেক কিছুই পাওয়া যাচ্ছে', সমবায় সমিতির ম্যানেজারের বাড়ি থেকে বেরিয়ে বলল সিবিআই
তদন্তকারী সিবিআই আধিকারিক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 2:12 PM

আলিপুরদুয়ার: ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে এই মুহূর্তে তোলপাড় আলিপুরদুয়ার। মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির তদন্তে শনিবার আলিপুরদুয়ারে যায় সিবিআই। আলিপুরদুয়ার শহরের সূর্যনগরে আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির ম‍্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে যায় তারা। অন্যদিকে আলিপুরদুয়ার-১ ব্লকের পশ্চিম জিতপুর এলাকায় সমিতির চেয়ারম্যান উপাসনা সেনগুপ্তের বাড়িতেও পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। প্রায় ৬ ঘণ্টা ধরে চলে তল্লাশি। সেখান থেকে বেরোনোর সময় সিবিআই আধিকারিক জানান, “অনেক কিছু পাওয়া যাচ্ছে।”

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি। সেখানে প্রায় ২২ হাজার আমানতকারী আছেন। ঋণদান করা হয় এই সমবায় সমিতি থেকে। ২০১৮-১৯ সালে এই সমবায় সমিতিতেই বেনিয়মের অভিযোগ ওঠে। আলিপুরদুয়ার থানায় এ সংক্রান্ত অভিযোগও দায়ের হয়। এদিকে এরইমধ্যে ২০২০ সালে এই সমবায় সমিতি বন্ধ হয়ে যায়। এরপরই ময়দানে নামেন আমানতকারীরা। একাংশ অভিযোগ তোলেন, সমবায় সমিতির টাকা নয়ছয় হয়েছে। আর সেই টাকার পরিমাণ কোটির অঙ্কে।

ততদিনে আলিপুরদুয়ার থানা থেকে তদন্তভার সিআইডির হাতে দিয়ে দেয় রাজ্য। তবে সিআইডি তদন্ত শুরু করলেও তা খুব একটা গতি পায়নি বলে অভিযোগ তোলেন আমানতকারীরা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা ওঠে। সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি।

এদিন সূর্যনগরে সিবিআই পৌঁছতেই এলাকার লোকজনের মধ্যে জোর চর্চা শুরু হয়। তৃপ্তিকণার প্রতিবেশী বিশ্বজিৎ দেবের কথায়, “শুনেছি তিনি ম্যানেজার ছিলেন। স্বাভাবিকভাবেই তছরূপের তদন্তে ম্যানেজারের বাড়িতে তো তদন্তকারীরা আসবেনই। আশা করি আমানতকারীরা টাকা ফেরত পাবেন।”