‘বাংলার ভাঙা’র ডাক, জন বার্লা-সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের

গত কয়েকদিন ধরে বিজেপির (BJP) অস্বস্তি বাড়িয়েছেন দলেরই সাংসদরা। একদিকে রাজ্য সভাপতি বলছেন তাঁরা অবিভক্ত বাংলার পক্ষে। অন্যদিকে তাঁদেরই সাংসদরা দাবি তুলছেন বাংলা ভাঙার।

'বাংলার ভাঙা'র ডাক, জন বার্লা-সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 3:15 PM

আলিপুরদুয়ার: ‘বঙ্গভঙ্গ’-এ উস্কানি দেওয়ার অভিযোগে আইনি পদক্ষেপ জন বার্লা ও সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। আলিপুরদুয়ার ও ফালাকাটা থানায় দুই পৃথক অভিযোগ দায়ের করল তৃণমূল। ফালাকাটা থানায় জন বার্লার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার চক্রান্তের অভিযোগ তুলে এফআইআর করেছে ব্লক তৃণমূল যুব কংগ্রেস। সোমবার রাতে তৃণমূল যুব সংগঠনের ফালাকাটা ব্লক সভাপতি গদাই দে’র নেতৃত্বে এই অভিযোগ দায়ের হয়। অন্যদিকে জন বারলার পাশাপাশি বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে আলিপুরদুয়ার থানায়। জেলা যুব সভাপতি বাবলু করের উপস্থিতিতে এই অভিযোগ দায়ের হয়।

গত কয়েকদিন ধরে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন দলেরই সাংসদরা। একদিকে রাজ্য সভাপতি বলছেন তাঁরা অবিভক্ত বাংলার পক্ষে। অন্যদিকে তাঁদেরই সাংসদরা দাবি তুলছেন বাংলা ভাঙার। এই ‘বঙ্গভঙ্গ’ নিয়ে প্রথম ডাক দিয়েছিলেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা।

বার্লার দাবি, উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গ থেকে পৃথক করে আলাদা রাজ্য ঘোষণা করা হোক। তেমনটা না হলেও চলবে। তবে সেক্ষেত্রে বিজেপির এই সাংসদের আর্জি, কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তকমা দেওয়া হোক উত্তরের জেলাগুলিকে। এই ঘটনার প্রতিবাদে যখন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি, জেলা সম্পাদকরা দলই ছেড়ে দিলেন তখন একই সুর ধরলেন দক্ষিণবঙ্গের আরেক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

নিজের বিধানসভা এলাকা থেকে যে সৌমিত্র বেশির ভাগ সময়টা দিল্লিতেই বসে থাকেন বলে অভিযোগ, তিনি এবার দাবি তুলেছেন রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য হিসাবে ঘোষণা করার। সৌমিত্রের দাবি, “আমাদের এলাকা সাধারণ মানুষের জন্য বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের কর্মসংস্থান নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্যের কোষাগারে যাচ্ছে। আগামী দিনে পৃথক রাঢ়বঙ্গের দাবি উঠতেই পারে।”

আরও পড়ুন: একদিনের শিশুকে সিসিইউয়ে রেখেই পৃথিবী ছাড়লেন কলকাতা মেডিক্যালের সেই প্রসূতি

ফালাকাটা থানার আইসি সনাতন সিংহের হাতে এফআইআর কপি তুলে দিয়ে ফালাকাটা তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি গদাই দে বলেন, “অবিলম্বে সাংসদ জন বার্লার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করতে হবে৷ সাংসদের বিরুদ্ধে আগামিদিনে তৃণমূল যুব আরও বৃহত্তর আন্দোলনে নামবে।”