Alipurduar: ‘ভূত’ ঊচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিল না আলিপুরদুয়ারের ছাত্রীকে!
Alipurduar: ছাত্রীর শ্বশুরবাড়ি আলিপুরদুয়ার নর্থপয়েন্ট এলাকায়। ৬ মাস হল তার বিয়েও হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারী বোর্ডের যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদার শিক্ষকদের নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান।
আলিপুরদুয়ার: চলছে উচ্চমাধ্যমিক। সেই পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত আচরণ শুরু করে এক ছাত্রী। অসুস্থও হয়ে পড়ে। অবস্থা হাতের বাইরে যাচ্ছে দেখে তড়িঘড়ি ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায় স্কুলের লোকজন। খবর পেয়ে হাসপাতালে আসে পরিবারের লোকজন। কিন্তু, সেখানে গিয়ে তাঁদের সন্দেহ হয় ছাত্রীকে ভূতে ধরেছে। একেবারে বন্ডে সই করে বাড়ির মেয়েকে নিয়ে সোজা ওঝার কাছে চলে যান তাঁর। পরিবারের এই অবৈজ্ঞানিক কর্মকাণ্ডের জেরে আর পরীক্ষাই দেওয়া হল না ১৮ বছরের ওই ছাত্রীর। খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে এলাকায়। বিজ্ঞানের এই অগ্রগতির যুগে কী করে এই কাজ হতে পারে সেই প্রশ্ন উঠছে শিক্ষা মহলের অন্দরে।
ছাত্রীর শ্বশুরবাড়ি আলিপুরদুয়ার নর্থপয়েন্ট এলাকায়। ৬ মাস হল তার বিয়েও হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারী বোর্ডের যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদার শিক্ষকদের নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান। পরীক্ষা দেওয়ার জন্য তাঁকে বোঝান। ফের যাতে সে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে সে বিষয়ে ছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কিন্তু, বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এই কাজে হতবাক হয়ে গিয়েছেন তিনিও। স্পষ্ট বলেন, যা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক। দু’টো পরীক্ষা দিতে পারেনি।
তবে ওই ছাত্রীর শাশুড়ির স্পষ্ট দাবি, ওকে ভূতেই ধরেছিল। আমাদের এখানে কয়েকজনের অপমৃত্যু হয়েছিল। তার জেরেই এই কাণ্ড। ছাত্রীকে যে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তা স্বীকারও করে নেন। ছাত্রীও বলছে তাকে ভূতেই ধরেছিল। তবে এর থেকে বেশি কিছু বলতে চায়নি। তবে যে দু’টি পরীক্ষা সে দিতে পারেনি সেগুলি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে।
ঘটনায় বিস্মিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আলিপুরদুয়ার জেলা সম্পাদক শান্তনু দও। তিনি বলেন, আমি শুনেছি পরীক্ষার আগের দিন খাওয়া-দাওয়ার সমস্যা হয়েছিল। মাথা ব্যথা করছিল। ওষুধও খেয়েছিল। তারমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসে। এরইমধ্যে পরীক্ষা দিতে গিয়ে কিছু অসংলগ্ন আচরণ করে। আমাদের ধারনা শরীর খারাপের জন্য ও এমনটা করেছে।