Suicide: বিয়েতে মত ছিল না, উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে আলিপুরদুয়ারে আত্মঘাতী ছাত্রী

Suicide: চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার নরসিংপুর গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যদিও পরিবারের সদস্যরা বিয়ের কারণে আত্মহত্যার কথা মানতে নারাজ। কিন্তু, স্কুলের শিক্ষকেরা বলছেন ওটাই কারণ।

Suicide: বিয়েতে মত ছিল না, উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে আলিপুরদুয়ারে আত্মঘাতী ছাত্রী
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 6:31 PM

আলিপুরদুয়ার: বিয়েতে মত ছিল না। তাও জোর করে বিয়ে দিয়েছিল পরিবার। এবার উচ্চমাধ্যমিকেও বসেছিলেন। কিন্তু, মনে ছিল বিষাদের মেঘ। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন ওই ছাত্রী। শুক্রবার রাতে নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হল আকলেমা বেগম নামে ওই মূক ও বধির ছাত্রীর। পরিবারের সদস্যরাই বলছেন আত্মহত্যা করেছেন তিনি। গলায় ওড়নার ফাঁস। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার নরসিংপুর গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যদিও পরিবারের সদস্যরা বিয়ের কারণে আত্মহত্যার কথা মানতে নারাজ। কিন্তু, স্কুলের শিক্ষকেরা বলছেন ওটাই কারণ। 

ইতিমধ্যেই পুলিশ তাঁর দেহ উদ্ধার করেছে। পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেখানে হয় ময়নাতদন্তের কাজ। পরিবার সূত্রে খবর, বেগম রাবেয়া খাতুন হাই স্কুলে পড়তেন ওই ছাত্রী। এবার তাঁর উচ্চমাধ্যমিকের সিট পড়েছিল খগেনহাট নাথুনি সিং হাইস্কুলে। তাঁর আকস্মিক মৃত্যুতে হতবাক স্কুলের শিক্ষকেরা। 

এদিন তাঁর স্মরণে স্কুলে একটি স্মরণসভাও হয়। স্কুলের এক শিক্ষক বলছেন, পরীক্ষার মধ্যেই গ্রামের এক বিশেষভাবে সক্ষম যুবকের সঙ্গে ওর জোর করে বিয়ে দেওয়া হয়। বিয়েতে মেয়েটার মত ছিল না। ওই কারণেই আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। মৃতার ভাই বলছেন, সবই তো ঠিক ছিল। পরীক্ষাও দিচ্ছিল। কী থেকে কী হয়ে গেল জানি না।