Alipurduar: ‘অনুপ্রবেশকারী’ কিং কোবরা ঘরের চালে, মাঝরাতে দৃশ্য দেখে হাত পা ঠান্ডা সকলের

King Cobra: শনিবার রাতে হঠাৎ শো, শো শব্দ শুনতে পান চা-বাগানের শ্রমিক ভুলন নাগাসিয়া। এরপরই লম্ফ জ্বেলে উপরে তুলে ধরতেই দেখেন ভয়ঙ্কর দৃশ্য। খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। ঘটনাস্থলে আসেন বনকর্মী ও সর্প বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণের চেষ্টায় সিলিং থেকে নামানো হয় ওই কিং কোবরাকে।

Alipurduar: 'অনুপ্রবেশকারী' কিং কোবরা ঘরের চালে, মাঝরাতে দৃশ্য দেখে হাত পা ঠান্ডা সকলের
কিং কোবরা ঘরের চালে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 12:05 AM

আলিপুরদুয়ার: ভুটান থেকে এ রাজ্যে এসে পড়েছে একটি কিং কোবরা। তার জ্বালায় কপালে চিন্তার ভাঁজ চা-শ্রমিকদের। বীরপাড়ার মাকড়াপাড়া চাবাগানের কালীবাড়ি লাইন। সেখানেই এক শ্রমিকের বাড়িতে রবিবার দেখা মেলে ১৫ ফুটের এক কিং কোবরার। তাকে দেখে বাড়ির লোকজনের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। টিনের চালে ঝুলতে দেখা যায় কিং কোবরাকে। তাও আবার রাতেরবেলা নজরে আসে সেটি। মাথার উপরে চালে এভাবে ঝুলতে দেখে তো অবাক সকলে। কবে সে এসেছে, কতদিন ধরেই বা এখানে বাস কেউ তো বুঝেই পাচ্ছেন না।

শনিবার রাতে হঠাৎ শোঁ, শোঁ শব্দ শুনতে পান চা-বাগানের শ্রমিক ভুলন নাগাসিয়া। এরপরই লম্ফ জ্বেলে উপরে তুলে ধরতেই দেখেন ভয়ঙ্কর দৃশ্য। খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। ঘটনাস্থলে আসেন বনকর্মী ও সর্প বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণের চেষ্টায় সিলিং থেকে নামানো হয় ওই কিং কোবরাকে।

স্থানীয়দের দাবি, এই কিং কোবরাটি ভুটান থেকে এসেছে। এত বড় সাপ এখানে নেই বললেই চলে। দলগাঁও রেঞ্জের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, খবর পেয়ে কিং কোবরাটিকে উদ্ধার করা হয়েছে। ১৫ ফুট লম্বা হবে। তিনিও বলেন, এই এলাকায় এতবড় কিং কোবরা দেখা যায় না। তিনি জানান, সময়মতো ধরা পড়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে। আওয়াজ না করলে নিঃশব্দে বড় বিপত্তিও ঘটে যেতে পারত।