Body Recover: বাউন্সারের দেহ উদ্ধার জাতীয় সড়কের ধারে, খুন নাকি দুর্ঘটনা?

Alipurduar: পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথায় চোট রয়েছে। আঘাত রয়েছে কপালেও। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। তবে মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। একটি খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Body Recover: বাউন্সারের দেহ উদ্ধার জাতীয় সড়কের ধারে, খুন নাকি দুর্ঘটনা?
দেহ উদ্ধার। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 10:32 PM

আলিপুরদুয়ার: ৩১ নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের গরমবস্তি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ৩১ নম্বর জাতীয় সড়কের ডিমা সেতু এলাকায় সড়কের ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে কালচিনি থানার নিমতি আউট পোস্টের পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে নিহতের নাম গৌরব মুখোপাধ্যায়। আলিপুরদুয়ারের জিৎপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, শহরেরই একটি নামকরা হোটেলে বাউন্সার হিসাবে কাজ করতেন তিনি।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথায় চোট রয়েছে। আঘাত রয়েছে কপালেও। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। তবে মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। একটি খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আলিপুরদুয়ারের যে হোটেলে বাউন্সার হিসাবে গৌরব কাজ করতেন, তাদের সন্দেহ এটা খুনের ঘটনা। হোটেলের ম্যানেজার অজয় সিং জানান, গুলি করে খুন করা হয়ে থাকতে পারে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে আসল ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, রবিবার সকালে কালচিনি থানার ডিমা সেতু এলাকা থেকে একটি দেহ উদ্ধার হয়। নিহতের মাথায় গুলির আঘাতের চিহ্ন ছিল। আগের দিন রাতেও ডিউটি করেছেন গৌরব। যে হোটেলে তিনি কাজ করতেন, কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে পুলিশ। জানা গিয়েছে, ডিউটি সেরে একটি প্রাইভেট গাড়িতে আরও ৫ জনের সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন। পুণ্ডীবাড়ি এলাকার একজন এই ঘটনায় সন্দেহের তালিকায়। একজনকে আটকও করা হয়েছে। বাকি চারজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।