Elephant Attack: পুজোয় ব্যস্ত সবাই, আচমকাই যেন হাজির সাক্ষাৎ যম; যুবকের হাড় হিম করা পরিণতি

Alipurduar: গ্রামবাসীদের অভিযোগ, বুনোহাতি বের হওয়ার পর থেকে বহুবার ফোন করা হয়েছে বন বিভাগে। কিন্তু তাদের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

Elephant Attack: পুজোয় ব্যস্ত সবাই, আচমকাই যেন হাজির সাক্ষাৎ যম; যুবকের হাড় হিম করা পরিণতি
আলিপুরদুয়ারে হাতির হানা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 11:18 AM

আলিপুরদুয়ার: এলাকায় মহাকাল পুজো করছিলেন স্থানীয় বাসিন্দারা। সকলে প্রসাদ বিলিতে যখন ব্যস্ত, সেই সময়ই আচমকা হানা দেয় হাতি। হাতির হানায় মৃত্যু হয় এক যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের (Alipurduar) সোনাপুর ফাঁড়ি এলাকায়। এই ঘটনার পর বিট অফিসার ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, খবর পাওয়ার পর অনেকটা সময় পার করে বনদফতরের আসেন ওই আধিকারিক। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা সামাল দিতে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। বনবস্তিতে মহাকাল পুজো হয় খুব ধুমধাম করেই। বস্তির সকলে সেই পুজোয় অংশ নেন। শিবঠাকুরের মূর্তির সামনে রাখা হয় একটি হাতির মূর্তি, সিংহের মূর্তি। শিবের গলায় সাদা মালা। হাতি, সিংহের গলায় পরানো লাল মালা। শুক্রবার সেই পুজো চলছিল। পুজো শেষে সকলে যখন প্রসাদ বিতরণে ব্যস্ত, সেই সময়ই হানা দেয় একটি হাতি।

রাত তখন প্রায় সাড়ে ৯টা বাজে। বেংদাঙ্গি জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বুনোহাতি। বস্তির এক প্রান্ত থেকে তাড়ানোর পর অন্য প্রান্তে আসে সেটি। এসে পৌঁছয়, যেখানে পুজো হচ্ছিল। হাতিটিকে দেখে সকলে প্রাণ রক্ষার জন্য ছুটোছুটি শুরু করে। সেই সময় বিনোদ মল্লিক নামে ৪২ বছরের এক যুবক ওই বুনোহাতির সামনে পড়ে। পিষে মেরে দেয় হাতিটি।

গ্রামবাসীদের অভিযোগ, বুনোহাতি বের হওয়ার পর থেকে বহুবার ফোন করা হয়েছে বন বিভাগে। কিন্তু তাদের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। যদি সঠিক সময়ে বনদফতরের প্রতিনিধিরা আসতেন, তাহলে এই দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনা ঘটার প্রায় ৩০ মিনিট পার করে প্রায় ১১টা নাগাদ বনদফতর থেকে লোক আসে বলে অভিযোগ। এরপরই বিক্ষোভের মুখে পড়েন বিট অফিসার।

মুহূর্তে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছয় সোনাপুর ফাঁড়ির পুলিশ।জলদাপাড়ার রেঞ্জ অফিসারও আসেন। যদিও বেংদাঙ্গি বিট অফিসারের বক্তব্য, “প্রথমে আমাদের কাছে খবর আসে হাতিটি লোকালয়ে প্রবেশ করে একজনের বাড়িতে হামলা করেছে। সেইমতোই আমরা যাই। এরপরই খবর আসে হাতিটি এই বস্তিতে এসেছে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।”