Khanakul: বিজেপি কর্মীদের বাসের উপর ভেঙে পড়ল গাছের প্রকাণ্ড ডাল, উড়ে এল ইট…

Hooghly: বাসে থাকা বিজেপি কর্মীদের অভিযোগ, তেঁতুলিয়া এলাকা দিয়ে তাঁদের বাস সে সময় যাচ্ছিল। আচমকাই হুড়মুড়িয়ে গাছে ডাল পড়ে তাঁদের বাসের উপর। বিজেপির দাবি, এটা কোনওভাবেই নিছক দুর্ঘটনা নয়। পরিকল্পনা করে এটা করা হয়েছে। বাস লক্ষ্য করে ফেলে দেওয়া হয়েছে গাছটি।

Khanakul: বিজেপি কর্মীদের বাসের উপর ভেঙে পড়ল গাছের প্রকাণ্ড ডাল, উড়ে এল ইট...
বাসের কাচ ভাঙল গাছ পড়ে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 8:09 PM

খানাকুল: সভা সেরে বাসে চেপে ফিরছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, পথে তাঁদের বাসের উপর হামলা চালানো হয়। বিজেপি সমর্থকদের কারও হাতে লাগে, কারও মাথায়। এই ঘটনাকে পরিকল্পিত বলেই দাবি বিজেপির। খানাকুলে বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এদিন বিজয় সংকল্প যাত্রা ছিল বিজেপির। খানাকুলের গণেশপুর থেকে জয়রামপুর পর্যন্ত এই কর্মসূচি ছিল। সন্ধ্যায় খানাকুলের জয়রামপুরে বিজেপির একটি জনসভাও হয়। খানাকুলের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীরা এই সভায় যোগ দিতে এসেছিলেন।

বাসে থাকা বিজেপি কর্মীদের অভিযোগ, তেঁতুলিয়া এলাকা দিয়ে তাঁদের বাস সে সময় যাচ্ছিল। আচমকাই হুড়মুড়িয়ে গাছে ডাল পড়ে তাঁদের বাসের উপর। বিজেপির দাবি, এটা কোনওভাবেই নিছক দুর্ঘটনা নয়। পরিকল্পনা করে এটা করা হয়েছে। বাস লক্ষ্য করে ফেলে দেওয়া হয়েছে গাছটি।

বিজেপি কর্মী শ্রীমন্ত পরামাণিক বলেন,”মিটিং সেরে আমরা বাসে ফিরছিলাম। হঠাৎ বুঝলাম বাসে ইট ছোড়া হয়েছে। বাসের উপর গাছে গুড়ি ভেঙে পড়ে। তাতে একজনের মাথাও ফেটে যায়।” এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “ধান্যকুড়ির উপপ্রধান ছিলেন। ওনার হাতে লেগেছে। মাথা ফেটে যায় একজনের। পুলিশ তদন্ত করুক।” বিজেপির দাবি, তৃণমূল এর সঙ্গে জড়িয়ে।

তবে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দীর বক্তব্য, “রাস্তার উপর গাছ ভেঙে পড়েছে, তার জন্য শাসকদলকে দায়ী করা ঠিক নয়। দুর্ঘটনার কারণ শাসকদল নয়। এটা হয়তো ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। পুলিশ তদন্ত করছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখবে খানাকুল থানার পুলিশ। এতে তৃণমূলের কোনও যোগই নেই। বিজেপি প্রচার মাধ্যমে আসার জন্য এই ঘটনা ঘটিয়েছে।”